কারেন্ট অ্যাফেয়ার্স ২০ অক্টোবর ২০২০

763
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে লিসা মন্টেগোমরি নামের একজন মহিলার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল মার্কিন বিচার বিভাগ। পশ্চিম মিসৌরিতে ২০০৪ সালে এক অন্তঃসত্ত্বাকে মেরে তার পেট কেটে গর্ভস্থ সন্তান চুরির চেষ্টা করেছিল সে। মার্কিন মুলুকে শেষবার ১৯৫৩ সালে শিশু চুরির ঘটনায় বনি হেডি নামে একজন মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
  • বিশ্বে কোভিড সংক্রমিত হয়েছেন ৪০৯৩৭৬৬২ জন। মোট প্রাণহানির সংখ্যা ১১২৭১৩৬। ব্রিটেনে কোভিড প্রতিষেধক গবেষণায় ৩.৩৬ কোটি পাউন্ড আর্থিক অনুদানের সিদ্ধান্ত জানালো ব্রিটিশ সরকার।

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ৪৬৭৯০ জন। গত ৩ মাসে দৈনিক সংক্রমণে এটাই সব থেকে কম সংক্রমিত হওয়ার ঘটনা। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ৭৪৮৫৩৮। মোট সংক্রমিত ৭৫৯৭০৬৩ জন। তবে পশ্চিমবঙ্গে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৪০২৯ জন সংক্রমিত হয়েছেন। মোট সংক্রমিত হয়েছেন ৩২৯০৫৭ জন। সক্রিয় রোগী ৩৫১৭০ জন। রাজ্যে কোভিড এবং কোমর্বিডিটির কারণে প্রাণহানি হয়েছে যথাক্রমে ৬১৮০ ও ৫২২৩ জনের। দেশে কোভিডে মোট ১১৫১৯৭ জনের প্রাণহানি হয়েছে। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুর হার ৮৩ যা বিশ্বে সর্বনিম্ন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
  • সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে কৃষি আইন প্রচলন করেছে তার বিরোধীতা করে কৃষি বিষয়ক চারটি বিল পাঞ্জাব বিধানসভায় পাশ করাল সেখানকার কংগ্রেস সরকার।
  • ২০১৯ সালের ৩১ আগস্ট অসমে জোরহাটের টিওকে চা বাগানের চিকিৎসক দেবেন দত্তকে (৭২) পিটিয়ে মারার ঘটনায় ১ জনকে মৃত্যুদণ্ড ও ২৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জোরহাট আদালত। এই মামলায় দেশে প্রথমবার `উইটনেস প্রোটেকশন স্কিম’ ব্যবহৃত হয়েছিল। দেশে এই প্রথম একটি হত্যাকাণ্ডে ২৫ জনকে দোষী সাব্যস্ত করা হল। মাত্র ২২ দিনে তদন্ত শেষ করে ৬০২ পাতার চার্জশিট পেশ করেছিল পুলিশ।

 

বিবিধ

  • ভারতের স্মার্টফোন উৎপাদনে তাইওয়ানের ফক্সকন টেকনোলজি, উইসট্রন কর্প ও পেগাট্রন কর্পকে অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, তাইওয়ানের স্বাধীনতা স্বীকার করে না চিন। তাকে নিজেদের দেশের অংশ বলে মনে করে। এতদিন ভারত ও বাণিজ্য সম্পর্কে ব্রাত্য করে রেখেছিল তাইওয়ানকে।

 

খেলা

  • ২০২১ সালে ভারতে এসে ৩টি টেস্ট খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। এর মধ্যে আমেদাবাদে গোলাপি বলে দিনরাতের টেস্ট খেলা হবে। এদিন এই সংবাদ জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
  • চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ৫-১ গোলে হারাল ফেরেন্সভারোসকে। জুভেন্তাস ২-০ গোলে হারিয়ে দিল ডায়নামো কিয়েভকে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল