কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ এপ্রিল, ২০১৯

533
0
Current Affairs 18 April 2019

আন্তর্জাতিক

  • পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গিরা গুলি চালিয়ে হত্যা করল ১৪ জনকে।মাকরান উপকূলবর্তী হাইওয়েতে তারা ৪টি বাস থামিয়ে বালুচ নন এমন ১৪ জন পাকিস্তানি নাগরিককে নামিয়ে এনে হত্যা করে।
  • পুনরায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। পিয়ং ইয়ংয়ের বিজ্ঞান আকাদেমিতে এই কৌশলগত অস্ত্র’-এর পরীক্ষা চালানো হয়।
  • মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্ত রিপোর্ট প্রকাশিত হল। তাঁর দাবি, নির্বাচনে রুশ হস্তক্ষেপ স্পষ্ট। কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল কিনা তা বলা অসম্ভব নয় বলে তিনি মন্তব্য করেছেন। তাঁর পরামর্শ, মার্কিন কংগ্রেস চাইলে তদন্ত চালিয়ে যেতে পারে।
  • নেপালের প্রথম কৃত্রিম উপগ্রহ নেপালিস্যাট-১ পাঠানো হল মহাকাশে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে এটির ুতক্ষেফম করা হয়। নেপালের দুই বিজ্ঞানী আভাস মাস্কে ও হরিরাম শ্রেষ্ঠ উপগ্রহটি নির্মাণ করেছেন।

জাতীয়

  • দেশের কেমাত্র লোকসভা কেন্দ্র পুদুচেরি যেখানে পুরুষের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি। মহিলা ও পুরষ ভোটার সংখ্যা যথাক্রমে ৫,১৩,৭৯৯ জন এবং ৪.৫৯,৩৬২ জন।নির্বাচন কমিশন এ খবর জানাল।এদিন সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের ৯৫ আসনে গড়ে প্রায় ৬৭ শতাংশ ভোট পড়ল।

বিবিধ

  • পরবর্তী ৬ মাস আর্জেন্টিয়ায় বাড়ানো যাবে নাঅত্যাবশ্যক পণ্য পরিষেবার দাম।মূল্যবৃদ্ধি রুখতে এই পদক্ষেপের সিদ্ধান্ত জানালেন সে দেশের অর্থমন্ত্রী নিকোলাস দুখোভনে। মন্দার গ্রাম থেকে আর্জেন্টিনাকে বাঁচাতে এ রকম এক প্রস্থ ব্যবস্থা নিয়েছে সে দেশ।
  • মহিলা মহাকাশচারী হিসাবে মহাকাশে সব থেকে বেশিদিন থাকার নজির গড়তে চলেছেন মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কক। নাসার হিসাব অনুযায়ী ৩২৮ দিন তিনি মহাকাশে থাকবেন।

খেলা

  • আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের দল ঘোষণা আরও ৩ দেশ। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হলেন যথাক্রমে দিমুথ করুণারত্নে, ফাফ ডুপ্লেসি এবং সরফরাজ আহমেদ।
  • চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। টটেনহ্যামের সঙ্গে কোয়ার্টর ফাইনালে তাদের ফলাফল হল ৪-৪। অ্যাওয়ে ম্যাচে গোলের ভিত্তিতে জয়ী হল টটেনহ্যাম। অন্য কোয়ার্টার ফাইনালে পোর্তোকে হরিয়ে (দুই পর্বে ৬-১) লিভারপুল জয়ী হল।
  • কলকাতা প্রথম ডিভিশন হকি লিগে চ্যাম্পিয়ন হল সিইএসসি।