কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ নভেম্বর, ২০২০

704
0
Current Affairs 2nd November

আন্তর্জাতিক

  • ইরানের রাজধানী বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে রকেট হামলা চালাল জঙ্গিরা দূতাবাসের প্রতিরক্ষা ব্যবস্থা চালু থাকায় সেটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে ছিটকে গিয়ে পড়ে দূতাবাসের পাঁচিলে ওই হামলায় কাতারের  হেদবুল্লাহ গোষ্ঠীর হাত আছে সন্দেহ করছে মার্কিন প্রশাসন এদিন পর-পর রকেট হানায় একজন কিশোরীর মৃত্যু হয়ছে গত এক বছরে ইরাকে দূতাবাস, সেনাবাহিনী ও সরকারি প্রতিষ্ঠানে অন্তত ৯০টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে এদিকে মাত্র ১৭ অক্টোবরেই মার্কিন প্রশাসন জানিয়েছিল ২ মাসের মধ্যে ইরাক ও আফগানিস্তান থেকে সেনা কমানো হব ট্রাম্প সরকারের দাবি, গত কয়েক বছরে ইরাক ও আফগানিস্তানে ৬৯০০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন 
  • বিশ্বে করোনায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪,৬৩,৭৭,৭৭৪ জন প্রাণহানি হয়েছে ১৩,৫১,৫৭৬ জনের সুস্থ হয়ে উঠেছেন ৩,৯২,৩৯,৫৪৮ জন

বিবিধ 

  • কোভিড পরিস্থিতি দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে কঙ্গো, বুরকিনা ফাসো, নইজিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান ও ইয়েমেনকে তাদের জন্য ১০ কোটি ডলার অনুদান ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘ
  • গত অক্টোবরে দেশে বিমানযাত্রীর সংখ্যা ছিল ৫২.৭১ লক্ষ ২০১৯ সালের অক্টোবরে তা ছিল ১.২৩ কোটি যাত্রী সংখ্যা কমেছে ৫৭.২১ শতাংশ

খেলা

  • উয়েফা নেশনস লিগে জার্মানিকে ৬-০ গোলে বিধ্বস্ত করল স্পেন হ্যাটট্রিক করলেন ফেরান তোরেস প্রসঙ্গত, জোয়াকিম লো-র প্রশিক্ষণে এই জার্মানিই বছর ছয়েক আগে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল এখনও লো-ই জার্মানির প্রধান কোচ
  • বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে ব্রাজিল ২-০ গোলে হারাল উরুগুয়েকে আর্জেন্টিনা ২-০ গোলে হারাল পেরুকে ইকুয়েডর ৬-১ গোলে কলম্বিয়াকে পরাস্ত করল ১৯৭৭ সালের পর এই প্রথম এত বড় ব্যবধানে হারল কলম্বিয়া
  • ১৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল ২০২১ সালে ভারত সফরের পর দুটি টি২০ ম্যাচ খেলতে করাচি যাবে তারা

Current affairs, Current Affairs 18 November 2020