জাতীয়
- ভারতে গড়ে প্রতি ২ মিনিটে ৩টি সদ্যোজাত শিশুর মৃত্যু হয় বলে রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টে জানানো হল। ২০১৭ সালে ভারতে ৮ লক্ষ ৬৭ হাজার সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হল।
- ভারত-বাংলাদেশ ‘ফ্রেন্ডশিপ প্রোডাক্ট পাইপলাইন প্রজেক্ট’-এর শিলান্যাস হল। সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহের প্রকল্পটির শিলান্যাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে করলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ক্ষুদ্র শিল্পের গুরুত্ব প্রচারে স্কিল ইন্ডিয়া মিশনের দূত নির্বাচিত হলেন বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মা।
আন্তর্জাতিক
- চাঁদে প্রথম পর্যটক হবেন জাপানের ধনকুবের ইউসাকু মেজাওয়া। তিনি স্পেস এক্স সংস্থার বিগ ফ্যালকন রকেটে চড়ে ২০২৩ সালে চাঁদে যাবেন বলে এদিন জানাল স্পেস এক্স সংস্থাটি। এর আগে প্রশিক্ষিত নভশ্চর ছাড়া কেউ চাঁদে পা রাখেননি।
- সিরিয়ার লাটাকিয়া শহরে রাশিয়ার একটি যুদ্ধবিমান ধ্বংস হল। মৃত্যু হল ১৫ জন সেনার। রাশিয়া দাবি করেছে, ইজরায়েল সেনার ছোড়া ক্ষেপণাস্ত্রে বিমানটি ধ্বংস হয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করল ইজরায়েল।
- কোরীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে পিয়ং ইয়ং গেলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে ইন। ১২ বছর পর দক্ষিণ কোরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন। এদিন বিমান বন্দরে তাঁকে স্বাগত জানালেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন।
খেলা
- দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারত ২৮ রানে হারাল হংকংকে। শতরান করলেন ভারতের শিখর ধাওয়ান (১২৭)। হংকংয়ের পাক বংশোদ্ভূত নিজাকত খান ৯২ ও ভারতীয় বংশোদ্ভূত অংশুমান রথ ৭৩ রান করলেন। এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিলেন রোহিত শর্মা।
- চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা ৪-০ গোলে হারাল পিএসভি আইন্দোভেনকে। হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি।
- কলকাতা লিগে অপরাজিত থাকল চ্যাম্পিয়ন দল মোহনবাগান। এদিন তারা মহমেডানকে ২-১ গোলে হারাল। ১১ ম্যাচে ২৯ পয়েন্ট পেল এই নিয়ে ৩০ বার লিগজয়ী মোহনবাগান। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়ে রানার্স হল ইস্টবেঙ্গল।
বিবিধ
- জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে শিল্প সম্মেলন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রাঙ্কফুর্টের জুমোইরা হোটেলে এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং জার্মানিতে নিযুক্ত ভারতীয় দূত মুক্তা দত্ত তোমার। পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগে তিনি আমন্ত্রণ জানালেন জার্মান শিল্পপতিদের।
- ২০,০০০ ডলার বাণিজ্যের চিনা পণ্যে ১০ শতাংশ আমদানি শুল্ক চাপাল মার্কিন যুক্তরাষ্ট্র। চিনও বার্ষিক ৬০০০ কোটি ডলারের মার্কিন পণ্যে ১০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপাল। এগুলি ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
- ডলারের সাপেক্ষে সর্বনিম্ন হল টাকার দাম। এদিন তা হল ৭২.৯৮ টাকা প্রতি ডলার।