কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ মে ২০২১

684
0
current affairs
Courtesy: BBC

আন্তর্জাতিক
  • সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় করোনা ভাইররাস সংক্রান্ত বিধি শিথিল করল মার্কিন যুক্তরাষ্ট্র৷ যাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে তাঁদের আর মাস্ক না পরলেও চলবে বলে জানানো হল৷ কয়েক মাসের মধ্যে পড়ুয়ারাও স্কুলে ফিরবে বলে জানানো হয়েছে৷ প্রসঙ্গত, করোনা সংক্রমণে বিশ্বে সর্বোচ্চ প্রাণহানি মার্কিন যুক্তরাষ্ট্রেই হয়েছে (প্রায় ৬ লক্ষ জন)৷ সাড়ে ৩৯ কোটি মানুষের দেশে ৩ কোটি ৩৬ জন সংক্রমিত হয়েছেন৷
  • নেপালের প্রধানমন্ত্রী পদে কে পি ওলি এবং উপপ্রধানমন্ত্রী পদে ঈশ্বর পোখরেনা শপথ নিলেন৷ তাঁদের শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী৷ শীতল নিবাসে এই অনুষ্ঠানটি ছিল অনাড়ম্বর৷ ওলি তৃতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন৷
  • আফগানিস্তানের কাবুল প্রদেশের শকর ডালায় একটি মসজিদে ঈদ উল ফিতরের নমাজ চলার সময় বিস্ফোরণে নিহত হলেন ১২ জন৷ ঈদের সময় সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছিল আফগান সরকার ও তালিবান জঙ্গিরা৷ তার মধ্যেই এই হামলা৷

 

জাতীয়
  • দেশে করোনা ভাইরাসে সংক্রমণের পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি অতিক্রম করল৷ গত ৭ জানুয়ারি ১ কোটি মানুষের কোভিড জয়ের মাইলফলক স্পর্শ করেছিল ভারত৷ এদিন ৩,৪৩,১৪৪ জন সংক্রমিত হয়েছেন এবং ৩,৪৪,৭৭৬ জন সুস্থ হয়ে উঠেছেন৷ দেশে করোনায় মোট পপ্রাণহানি হয়েছে ২,৬২,৩১৭ জনের৷ এদিনও জীবনহানি হয়েছে ৪ হাজার জনের৷ কয়েকটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণও উদ্বেগ বাড়িয়েছে৷ গোটা দেশে অক্সিজেনের সঙ্কট অব্যাহত৷ গোয়ায় গত ৪ দিনে অক্সিজেনের অভাবে ৭৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে৷ এদিন রেড্ডিজ ল্যাবরেটরিজের উদ্যোগে হায়দরাবাদে শুরু হল করোনা প্রতিরোধে রুশ প্রতিষেধক স্পুটনিক ভি-এর সীমিত সংখ্যক প্রয়োগ৷ প্রতিটির দাম ৯৯৫.৪০ টাকা৷
  • দেবীপ্রসাদ পাল (৯৪) প্রয়াত হলেন৷ পেশায় আইনজীবী দেবীবাবু ছিচলেন কলকাতা উত্তর পশ্চিম লোকসভা আসনের প্রাক্তন সাংসদ৷ মনমোহন সিং মন্ত্রিসভায় তিনি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী৷

 

বিবিধ
  • মহাকাশে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা জানাল রাশিয়া৷ অভিনেত্রী ইউলিয়া পেরেসিন্দ এবং পরিচালক ক্লিম শিপেঙ্কোকে আগামী মাসে মহাকাশে পাঠানোর পরিকল্পনাও জানাল তারা৷ প্রসঙ্গত, হলিউডের অভিনেতা টম ক্রুজকে মহাকাশ কেন্দ্রে পাঠিয়ে চলচ্চিত্রের পরিকল্পনা বছরখানেক আগেই জানিয়েছিল নাসা৷
  • ১৯৩২ সালে পাবলো পিকাসোর আঁকা “ওম্যান সিটিং বাই আ উইন্ডো” ছবিটি নিউ ইয়র্কের কেটি নিলাম সংস্থায় ১০কোটি ৩৪ লক্ষ ডলারে বিক্রি হল৷ এই নিয়ে পিকাসোর চতুর্থ কোনও ছবি ১০ কোটি ডলার মূল্যে বিক্রি হল৷
খেলা
  • গত মরসুমের আই লিগে অবনমন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷ প্রসঙ্গত, টেকনিক্যাল ডিরেক্টর ইসাক দোরু ২৩টি দেশের উদাহরণ দিয়ে করোনা পরিস্থিতিতে অবনমন স্থগিত রাখার প্রস্তাব করেছিলেন৷
  • জার্মান কাপ জিতল বরুশিয়া ডর্টমুণ্ড৷ এই নিয়ে তারা পঞ্চমবার এই ট্রফি জিতল৷ বার্লিন স্টেডিয়ামে এদিন তারা ৪-১ গোলে পরাস্ত করল লাইপৎজিগকে৷