কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মে ২০২১

594
0
current affairs

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় ৮ জন শিশু সহ ৪২ জন নিহত হলেন৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সংঘর্ষের জন্য প্যালেস্তানীয় জঙ্গিগোষ্ঠী হামাসকে দায়ী করে বলেছেন, “লড়াই আমরা শুরু করিনি”৷ যতদিন দরকার ততদিন অভিযান চলবে”৷ তাঁর দাবি, সাধারণ মানুষকে বাঁচিয়ে কেবল হামাস মাথাদের চিহ্নিত করে হামলা চালানো হচ্ছে৷ এই রকম হামলায় গত কয়েকদিনে ১৯৭ জন প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হয়েছে৷
  • মায়ানমারের মানুষের জন্য রবিবারের বিশেষ প্রার্থনার আয়োজন করলেন পোপ ফ্রান্সিস৷ সেনা অভ্যুত্থানের পর গত ১০০ দিনে গণতন্ত্রকামী মানুষের ওপর সেনার দমনপীড়নে বারবার রক্তাক্ত হয়েছে মায়ানমার৷

জাতীয়
  • দেশে এদিন ৩,১১,১৭০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন এবং সুস্থ হয়ে উঠলেন ৩,৬২,৪৩৭ জন৷ করোনা সংক্রমিত হয়ে প্রাণহানি হল রাজ্যসভার সাংসদ রাজীব সতাভের৷ দেশে এখনও পর্যন্ত টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ১ কোটি ২৪ লক্ষ মানুষের৷ গত ১১ মে পর্যন্ত ভারত থেকে ৬.৬৩ কোটি ডোজ টিকা বিদেশে রপ্তানি হয়েছে৷ প্রতিবেশী ৭টি দেশে ৭৮ লক্ষ এবং হু-এর দপ্তরে ১.৯৮ কোটি ডোজ পাঠানো হয়েছে৷ এদিকে “ইন্ডিয়ান সার্স-কোভ ২ জেনেটিক্স কনসর্টিয়াস” নামক উপদেষ্টা প্যানেলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন ভাইরোলজিস্ট সহিদ জামিল৷ এরই মধ্যে ১১৮ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন নিয়ে ওড়িশার কলিঙ্গনগর থেকে কেরলের এর্নাকুলামে পৌঁছল অক্সিজেন এক্সপ্রেস৷
  • ঘূর্ণিঝড় “টাউটে”-র দাপটে কর্নাটকে ৪ জন ও গোয়ায় ২ জন নাগরিকের মৃত্যু হল৷ কেরলের অর্ধেক জেলা বিপর্যস্ত এই ঝড়ের তাণ্ডবে৷ প্রসঙ্গত, গত ৩ বছরে আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্ট অন্তত ২০টি ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে কেরলে৷ “টাউটে” ক্রমশ শক্তিবৃদ্ধি করে গুজরাটের স্থলভাগে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷

বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি আদালত হেনরি ম্যাককলাম এবং লিয়ন ব্রাউন নামে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ৭.৫০ লক্ষ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিল প্রশাসনকে৷ ভারতীয় মুদ্রায় তা প্রায় ৫৫০ কোটি টাকা৷ ১৯৮৩ সালে এক শিশুকন্যাকে খুনের মামলায় তাঁদের ৩১ বছর কারাবন্দি থাকতে হয়েছে৷ ২০১৪ সালে ডিএনএ নমুনা পরীক্ষায় তাঁরা নির্দোষ প্রমাণিত হয়েছেন৷
  • সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় (৫৬) প্রয়াত হলেন৷ তিনি কোভিডে সংক্রমিত হয়েছিলেন৷ মুদ্রণ এবং টেলিভিশন মাধ্যমে তিনি দীর্ঘদিন সাংবাদিকতা ও সঞ্চালনা করেছেন৷

 

খেলা
  • ইতালীয় ওপেন টেনিস প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলস ফাইনালে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল৷ এই নিয়ে তিনি ১০ বার এই খেতাব জিতলেন৷ এই নিয়ে নাদাল ৩৬তম এটিপি মাস্টার্স জিতে স্পর্শ করলেন নোভাক জোকোভিচের রেকর্ড৷ টেনিস কেরিয়ারে এটি তাঁর ৫৭তম ট্রফি৷ এদিন ফাইনালে তিনি ৭-৫, ১-৬, ৬-৩ সেটে হারালেন নোভাককে৷ ৫৭ বার মুখোমুখি সাক্ষাতে ২৮ বার জিতেছেন নাদাল, ২৯ বার নোভাক৷ এদিন এই প্রতিযোগিতার মহিলাদের সিঙ্গলস ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভাকে অবিশ্বাস্য ৬-০, ৬-০ ব্যবধানে পরাস্ত করলেন ১৯ বছরের ইগা শিয়নটেক৷ পোল্যান্ডের কিশোরী ইগা ছিলেন প্রতিযোগিতার ১৫তম বাছাই৷