আন্তর্জাতিক
- গাজা ভূখণ্ডে যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের জরুরি বৈঠক থেকে কোনও সিদ্ধান্ত গৃহীত হল না৷ সংঘর্ষ প্রতিরোধে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে মধ্যস্থতাকরার প্রস্তাব দিল চিন৷ গত এক সপ্তাহে ইজরায়েলের ১০ জন এবং প্যালেস্তাইনের ১৯৭ জনের মৃত্যু হয়েছে লাগাতার সংঘর্ষের জেরে৷ শান্তির আবেদন জানিয়ে পোপ ফ্রান্সিস বললেন, “এই কাজ যারা করেছে তারা উন্মাদ”৷
- মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চ থেকে মায়ানমারের সেনা শাসকদের অত্যাচারের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন সে দেশের প্রতিনিধি থুজার উইন্ট লুইন৷ শ্রেষ্ঠ জাতীয় পোশাক রাউন্ডে জয়ী হয়েছেন তিনি৷ তাঁর হাতে ছিল “প্রেফর মায়ানমার” লেখা প্ল্যাকার্ড৷ প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছেন মেক্সিকোর আন্দ্রিয়া মেজা৷
জাতীয়
- আরব সাগরে ঘনীভূত সামুদ্রিক ঝড় “টাউটে”-এর দাপটে কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, গোয়া এবং দমন ডিউয়ের উপকূলবর্তী এলাকায় প্রভূত ক্ষয়ক্ষতি হল৷ কর্নাটকে ৮ জন, মহারাষ্ট্রে ৬ জন ও দিউয়ে ৪ জনের মৃত্যু হল৷ বন্ধ করে দেওয়া হয় ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর৷ ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৬৫ কিমি৷ গভীর রাতে এটি গুজরাটের ভাবনগরের কাছে স্থলভূমিতে প্রবেশ করেছে৷
- এদিন ২৭৪৩৯০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন এবং ৩৭৮৭৪১ জন সুস্থ হয়ে উঠলেন৷ দেশেস ২৫ দিন পর দৈনিক করোনা সংক্রমণ ৩ লক্ষের নীচে নামল৷ এদিন সংক্রমণে প্রাণহানি হয়েছে ৪১০৬ জনের৷ করোনা রিসার্চ স্টিয়ারিং কমিটি গঠন করল পশ্চিমবঙ্গ সরকার৷
- পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাব গৃহীত হল৷ এতদিন রাজ্য বিধানসভায় ছিল একটি মাত্র কক্ষ৷ সংবিধানের ১৭১ নম্বর ধারা অনুযায়ী রাজ্য বিধানসভবার উচ্চ কক্ষ হয়ে উঠতে পারে বিধানপরিষদ৷
বিবিধ
- ২০১৪ সালে নারদ স্টিং অপারেশন সংক্রান্ত মামলায় সিবিআই গ্রেপ্তার করল সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে৷ এঁদের মধ্যে সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার সদস্য৷ সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম কলকাতার প্রাক্তন মেয়র৷
- এপ্রিল মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি ছিল ৪.২৯ শতাংশ৷ পাইকারি বাজারে মূল্য সূচক গত বছরের এই সময়ের তুলনায় ১০.৪৯ শতাংশ বৃদ্ধি পেল৷
খেলা
- টোকিও অলিম্পিক শুরুর আর ১০ সপ্তাহও বাকি নেই৷ এর মধ্যে একটি সমীক্ষায় দাবি করা হল, ৪৩ শতাংশ জাপানি নাগরিক অলিম্পিক বাতিলের পক্ষে এবং ৪০ শতাংশ নাগরিক প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার পক্ষে৷ প্রসঙ্গত, করোনায় ১১৫০০ জনের প্রাণহানি হয়েছে জাপানে৷
- ২০১৬ সালে ভারত-ইংল্যান্ড এবং ২০১৭ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে গড়াপেটা হয়েছিল বলে দাবি করেছিল আল জাজিরা টিভি চ্যানেল৷ দীর্ঘ তদন্তের পর এদিন আইসিসি জানালো, ওই দাবি ভিত্তিহীন৷
- ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিযুক্ত হলেন শিবশঙ্কর দাস৷