কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মে ২০২১

751
0
current affairs

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে ইজরায়েলের ক্ষেপনাস্ত্র হামলা অব্যাহত৷ এই সব হামলায় একের পর এক বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ ইজরায়েলের দাবি, শতাধিক হামাস জঙ্গি নিহত এই হামলায়৷ অন্যদিকে প্যালেস্তাইন দাবি করেছে ৬১ জন শিশুসহ ২১৯ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এই হামলায়৷ ইজরায়েলের বিমান হানায় গাজার একমাত্র কোভিড কেন্দ্রটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ ইজরায়েলে কাজ করতে গিয়ে হামাসের রকেট হানায় নিহত হয়েছেন ভারতের সৌম্যা সন্তোষ৷ এদিন কেরলে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন ইজরায়েলের রাষ্ট্রপতি রুভিন রিভলিন৷
  • গত এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে এশীয় বংশোদ্ভূতদের লক্ষ্য করে অন্তত ৬ হাজার ৬০০টি হিংসাত্বক হামলা নথিভুক্ত হয়েছে৷ বাস্তব সংখ্যা নিশ্চিতভাবে আরও বেশি৷৷ এই ধরনের হিংসার ঘটনা রুখতে “কোভিড ১৯ হেট ক্রাইমস বিল ৩৬৪-৬২” অনুমোদিত হল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ৷

 

জাতীয়
  • অতি প্রবল ঘূর্ণিঝড় “টাউটে”-এর দাপটে গুজরাটে মৃত্যু হয়েছে ৪৬ জনের৷ লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ১২টি জেলা৷ উপকূলবর্তী এলাকা থেকে ২ লক্ষাধিক মানুষকে সরিয়ে না নিলে পরিস্থিতি আরও খারাপ হত৷ এই ঝড়ে বোম্বে হাই তৈলকূপে তেল উত্তোলনে নিযুক্ত বেসরকারি বার্জ “পাপা ৩০৫” ডুবে গেছে৷ সেখান থেকে ১৪৬ জনকে উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার হয়েছে ২২ট মরদেহ৷ এখনও নিখোঁজ ৫৩ জন৷ কেরল, কর্নাটক, গেয়া, মহারাষ্ট্র, গুজরাট ও রাজস্থানে ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড়ের দাপটে৷ এদিন হেলিকপ্টারে গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি প্রাথমিক ও তাৎক্ষণিক সাহায্য হিসাবে গুজরাট সরকারকে ১০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন৷
  • বঙ্গোপসাগরে ঘণীভূত একটি নিম্নচাপ ২৬ মে বাংলা-ওড়িশা সীমান্তে আঘাত হানতে পারে বলে পূর্বাভাষ দিল আবহাওয়া দপ্তর৷ এর নাম দেওয়া হল “ইয়াস”৷ নামটি ওমান আবহাওয়া দপ্তরেরর দেওয়া৷ আরবি ভাষায় ইয়াস শব্দের অর্থ দুঃখ৷
  • কোভিডে সংক্রমিত কোনও ব্যক্তি সুস্থ হয়ে ওঠার ৩ মাস পর প্রতিষেধক নিতে পারবেন বলে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার৷ দেশে এদিন ২৬৭৩৩৪ জন করোনায় সংক্রমিত হলেন ও ৩৮৯৮৫১ জন সুস্থ হয়ে উঠলেন৷

 

বিবিধ
  • ভারতের কিংবদন্তী প্রযুক্তিবিদ আর্দাসির কার্সেটজি ওয়াদিয়ার বাড়ির বাইরে লন্ডনের ঐতিহ্যশালী “ব্লু প্লাক” বা নীলফলক বসানো হল৷ ১৮০ বছর আগে প্রথমবার ইংল্যান্ডে গিয়েই রয়্যাল সোসাইটির সদস্যপদ পেয়েছিলেন তিনি৷ ১৬৬৮ সালে ৫৫ শিন রোডে একটি বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন তিনি৷ রিচমন্ডে ওই বাড়ির বাইরেই নীলফলক বসানো হল৷ ৮০৬ সালে মুম্বইতে এক জাহাজ ব্যবসায়ী পার্সি পরিবারে জন্ম হয়েছিল আর্দাসির ওয়াদিয়ার৷ তখনকার বম্বে শহরে তিনিই প্রথম গ্যাসবাতি জ্বালিয়েছিলেন৷ বম্বে ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা তিনি৷ ভারতে তিনিই প্রথম বাষ্পচালিত জাহাজ বানিয়েছিলেন৷ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে তিনিই প্রথম রয়্যাল সোসাইটির সদস্যপদ পেয়েছিলেন৷

 

 

খেলা
  • এশিয়া কপটি ২০ প্রতিযোগিতা বাতিল হয়ে গেল করোনা পরিস্থিতির কারণে৷ পরের মাসে শ্রীলঙ্কায় তা আয়োজনের কথা ছিল৷
  • ভারতের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলার প্রীতম কোটাল, শুভাশিস বসু ও প্রণয় হালদার৷ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ৩টি ম্যাচ খেলতে কাতার যাওয়ার জন্য ২৮ জনের দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ৷