কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মে ২০২১

688
0
current affairs
Courtesy: The Print

আন্তর্জাতিক
  • ২৫ বছর আগের একটি ঐতিহাসিক সাক্ষাৎকার নিয়ে বিবিসি-র তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হল৷ প্রাক্তন বিচারপতি লর্ড ডায়মনের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করেছিল বিবিসি কর্তৃপক্ষ৷ ১৯৯৫ সালের নভেম্বর মাসে ব্রিটেনের যুবরানি ডায়নার সাক্ষাৎকার সম্প্রচারিত হয়৷ দর্শক ছিলেন আড়াই কোটি মানুষ৷ সাক্ষাৎকারটি নেন সাংবাদিক মার্কিন বশির৷ ডায়না নিজে সেই সাক্ষাৎকার নিয়ে খুশি ছিলেন না৷ ডায়নার ভাই আর্ল স্পেন্সারের অভিযোগে তদন্ত কমিটি গঠিক হয়েছিল গতবছর৷ তদন্তে প্রমাণিত হয়েছে মিথ্যাচারের মাধ্যমে ডায়নার আস্থা অর্জন করে তাঁকে সাক্ষাৎকারে রাজি করিয়েছিলেন মার্টিন বশির৷ ডায়না প্রয়াত হন ১৯৯৭ সালের ৩১ আগস্ট৷ গত সপ্তাহেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বশির৷ এই রিপোর্ট হাতে পেয়ে ব্রিটেনের যুবরাজ চার্লস, রাজকুমার উইলিয়াম, হ্যারি বং আর্ল স্পেন্সারের কাছে ক্ষমা চেয়েছে বিবিসি৷
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত অম্বি ভুটানি৷ প্রসঙ্গত, ভারতীয় ছাত্রী রশ্মি সাবন্ত পদত্যাগের পর ওই আসনে পুননির্বাচন হয়েছিল৷

 

জাতীয়
  • দেশে এদিন ২৫৯৫৫১ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ এই নিয়ে পরপর ৫ দিন সংক্রমণ ৩ লক্ষের নীচে থাকল৷ দেশে করোনা সংক্রমণে সব মিলিয়ে ২৯১৩৩১ জনের প্রাণহানি হয়েছে৷
  • গোয়ার দায়রা আদালত তেহলকা সংস্থার প্রতিষ্ঠাতা তরুণ তেজপালকে নির্দোষ বলে ঘোষণা করল৷ তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে যৌন লাঞ্ছনার অভিযোগ করেছিলেন তেজপালের একজন প্রাক্তন সহকর্মী৷ সাড়ে সাত বছর মামলা চলার পর তিনি বেকসুর ঘোষিত হলেন৷
  • দেশে করোনার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণও৷ পশ্চিমবঙ্গে এই রোগে প্রথম প্রাণ হারালেন হরিদেবপুরের বাসিন্দা শম্পা চক্রবর্তী (৩২)৷ এদিকে এমসের চিকিৎসক উমা কুমার প্রশ্ন তুললেন, শিল্প ক্ষেত্রের অক্সিজেন রোগীর দেহে ব্যবহারের ফলে এই ছত্রাকঘটিত রোগ সংক্রমণ বাড়তে পারে কীনা তা নিয়ে৷
  • করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দেহে তৈরি হওয়া অ্যান্টিবডি চিহ্নিত করতে “ডিপকোভ্যাল” নামক চিঠি তৈরি করল ডিআরডিও৷ তা অনুমোদন করল আইসিসিএমআর৷

 

বিবিধ
  • সুন্দরলাল বহুগুনা (৯৪) প্রয়াত হলেন৷ হিমালয় পুত্র নামে পরিচিত এই জননেতা করোনা ভাইরাস সংক্রমণের শিকার৷ গান্ধিবাদী নেতা সুন্দরলাল চিপকো আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত ককরেছিলেন৷ গাড়োয়াল হিমালয়ে টিহরি বাঁধ নির্মাণের প্রতিবাদে তিনি ৮৪ দিন অনশন করেছিলেন৷ অলকানন্দা নদীর দুদিকে প্রাচীন অরণ্য ধ্বংসের প্রতিবাদে গৌরী দেবীর নেতৃত্বে দেহাতি মহিলাদের চিপকো আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন তিনি৷ পরবর্তীকালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন বহুগুনা৷ হৃষিকেশের পূর্ণানন্দ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷
  • গত অর্থবর্ষের ৯ মাসের জন্য কেন্দ্রীয় সরকারকে ৯৯১২২ কোটি টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা জানালো আরবিআই৷

 

খেলা
  • ভারতের প্রাক্তন জাতীয় বক্সিং কোচ ওম প্রকাশ ভরদ্বাজ (৮২) প্রয়াত হলেন৷ ১৯৮৫ সালে দ্রোণাচার্য পুরস্কার চালু হওয়ার পর তিনি প্রথম এই পুরস্কার পেয়েছিলেন কুস্তির কোচ বিবি ভাগবত এবং অ্যাথলেটিক্স কোচ ও এম নাম্বিয়ারের সঙ্গে৷ ১৯৬৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জাতীয় বক্সিং কোচ ছিলেন ভরদ্বাজ৷
  • কলকাতার মহমেডান স্পোর্টিং দলের কোচ নিযুক্ত হলেন রাশিয়ার ফুটবল প্রশিক্ষক আন্দ্রে চেরনিশফ৷