আন্তর্জাতিক
- পুনরায় টালমাটাল নেপালের রাজনৈতিক পরিস্থিতি৷ অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কে পি ওলি দুদিন আগেই জানিয়েছিলেন যে, তিনি সংসদে আস্থা ভোটে যেতে চান না৷ ২১ ফেব্রুয়ারি তিনি এবং বিরোধী দলনেতা শের বাহাদুর দেউবা দুজনেই সরকার গড়ার দাবি জানালেও কেউই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেননি৷ এরপরই সরকার ভেঙে দেওয়ার পরমর্শ দেন ওলি৷ রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীও তাঁর পরামর্শ মেনে সংসদ ভেঙে দিলেন৷ গত ডিসেম্বরেও অনুরূপ ঘটনার পর নেপালের সু্প্রিম কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল৷
- ল্যান্ডিং প্ল্যাটফর্ম থেকে মঙ্গলের মাটিতে নেমে চলাফেরা শুরু করল চিনের রোভার চুরং৷ মঙ্গলের ছবিও পাঠাতে সমর্থ হল চুরং৷ গত ২৩ জুলাই তিয়ানওয়েন-১ মহাকাশযান অরবিটার, ল্যান্ডার ও রোভারসহ যাত্রা শুরু করেছিল৷ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনই এই সাফল্য দেখয়েছে৷
জাতীয়
- দেশে একদিনে ২৫৭২৯৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ দেশে করোনার পজিটিভিটি রেট হয়েছে ১২.৪৫ শতাংশ৷ গত ১০ মে তা ছিল ২৪.৮৩ শতাংশ৷ একদিনে করোনা সংক্রমণে ১১৯৪ জনের প্রাণহানি হল৷ এদিন দেশে ২০.৬৬ লক্ষ কোভিড টেস্ট হয়েছে যা একদিনের নিরিখে সর্বোচ্চ৷
- অপহৃত ওএনজিসি কর্মী রাতুল শাইকিয়াকে মুক্তি দিল আলফা জঙ্গিরা৷ অসমের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ববর্মা তাঁর মুক্তির জন্য আবেদন জানিয়েছিলেন৷
বিবিধ
- সুরকার ও সঙ্গীত পরিচালক রামলক্ষ্মণ (৭৮) প্রয়াত হলেন৷ নাগপুরে নিনজের বাড়িতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ “ম্যায়নে পেয়ার কিয়া”, “পাত্থর কে ফুল”, “হাম সাথ সাথ হ্যায়”, “হাম আপকে হ্যায় কউন” প্রভৃতি অসংখ্য হিন্দি ছবির জনপ্রিয় সঙ্গীতের সুরস্রষ্টা ছিলেন তিনি৷ তাঁর আসল নাম বিজয় প্যাটিল৷ প্রথম জীবনে সুরকার জুটি রামলক্ষ্মণ এর লক্ষ্মণ ছিলেন তিনি৷. ১৯৭৬ সালে রামের মৃত্যুর পর (আসল নাম সুরেন্দ্র) জুটি ভেঙে যায়৷ তখন থেকে তিনি একাই রামলক্ষ্ণণ নামে সঙ্গীত পরিচালনার কাজ চালিয়ে যান৷
খেলা
- ৪৯ বছরের রেকর্ড ভেঙে দিলেন রবার্ট লেয়নডস্কি৷ জার্মান বুন্দেশলিগায় এক মরসুমে সর্বোচ্চ সংখ্যক গোলের নজির গড়লেন তিনি৷ ১৯৭১-৭২ সালে এক মরসুমে ৪০টি গোল করেছিলেন গার্ড মুলার৷ এদিন বুন্দেশলিগার নিয়ম রক্ষার ম্যাচে বায়ার্ন মিউনিখ ৫-২ গোলে হারাল আউসবার্গকে৷ লিগের শেষ ম্যাচে অন্তিম মুহূর্তে বায়ার্নের হয়ে গোলটি করলেন লেয়নডিস্ক৷ ২৯ ম্যাচে তাঁর গোল সংখ্যা ৪১৷ মায়ের জন্মদিনে এই সাফল্য তিনি উপসর্গ করলেন মাকেই৷ বুন্দেশলিগায় তাঁর মোট গোলসংখ্যা হল ২৭৭৷ সেখানে সর্বোচ্চ গোল মুলারের ৩৬৫টি৷
- লা লিগা চ্যাম্পিয়ন হল অ্যাটলেটিকো ডি মাদ্রিদ৷ এই নিয়ে তারা ১১ বার এই খেতাব জিতল৷ ৭ বছর পর তারা ফের স্পেনের জনপ্রিয় প্রতিযোগিতায় জয়ী হল৷ লা লিগায় দ্বিতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করল রিয়াল মাদ্রিদ৷ বার্সোলোনা পেল তৃতীয় স্থান৷
- তরুণ কুস্তিগির সাগর ধনখড়কে খুনের মামলায় অন্যতম অভিযুক্ত সুশীল কুমারকে পাঞ্জাব থেকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ৷ ২০০৮ ও ২০১২ সালে অলিম্পিক পদক জিতে ইতিহাস গড়েছিলেনন সুশীল কুমার৷