কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ এপ্রিল ২০২৪

schedule
2024-04-19 | 06:30h
update
2024-04-19 | 11:30h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • এবার দক্ষিণ গাজা ভূখণ্ডের রাফা শহরে বিমান হানা চালাল ইজরায়েলের বিমান বাহিনী। তাদের ছোড়া বোমায় অন্তত ১১ জন প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে গাজার আল শিফা হাসপাতাল থেকে ত্রিশটি মৃতদেহ উদ্ধার হল। মানবাধিকার কর্মীদের দাবি, আল শিফা হাসপাতালের কর্মী ও রোগীদের ঠান্ডা মাথায় এভাবেই খুন করা হয়েছে।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে আটক করেছে সে দেশের পুলিশ। তাঁকে অবৈধ বিবাহ মামলায় গৃহ বন্দি করে রাখা হয়েছে। এই ঘটনায় জেল বন্দি ইমরান খান সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন পাক সেনাপ্রধান আসিফ মুনিরের বিরুদ্ধে। তিনি বলেছেন, পাকিস্তানে জঙ্গল রাজ চলছে।
জাতীয়
  • মুম্বইয়ে সলমান খানের বাংলোর বাইরে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে আনমোল বিষ্ণই-এর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আনমোল নিজেও অপরাধী, তিনি কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণইয়ের ভাই। আনমোল সলমনের বাইরে বাড়ির বাইরে গুলি চালানোর জন্য দুজন দুষ্কৃতিকে নিয়োগ করেছিলেন বলে জানা গেছে। তিনি বর্তমানে কানাডায় রয়েছেন বলেও জানা গেছে।
  • ইভিএম নিয়ে কোন অভিযোগ উঠলে ভারতের নির্বাচন কমিশনকে সেই সন্দেহের বাতাবরণ দূর করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় তাদের পবিত্রতা বজায় রাখতেই হবে। ইভিএম ভিভি প্যাড মামলার শুনানিতে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
  • ইজরায়েলের মালবাহী জাহাজ এমএসসি অ্যারিস দখল করে নিয়েছিল ইরানের সেনাবাহিনী। তাতে আটক করা হয় ১৭ জন ভারতীয় নাবিককে। সেখানে ছিলেন ভারতের মহিলা নাবিক অ্যান টেসা জোসেফ। ভারতের বিদেশ মন্ত্র এবং তেহরানের মধ্যে দীর্ঘ বার্তা বিনিময়ের পর এদিন তাঁকে মুক্তি দেওয়া হয়। তিনি নিরাপদে দেশে ফিরেছেন।
Advertisement

খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছল বায়ার্ন মিউনিখ। তারা কোয়ার্টার ফাইনালের দুই পর্ব মিলিয়ে ৩-২ ব্যবধানে হারিয়ে দিল আর্সেনালকে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যে চূড়ান্ত লড়াই শেষ পর্যন্ত পৌঁছলো টাইব্রেকারে, সেখানে শেষ হাসি হাসল রিয়াল মাদ্রিদ।
  • আসন্ন প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে অভিনবত্বের ছোঁয়া। এই অনুষ্ঠান হবে শ্যেন নদীর উপরে। ২০৫ টি দেশের প্রতিনিধিরা নৌকায় চড়ে কুচকাওয়াজে অংশ নেবে।
বিবিধ
  • আইসিএমআর এর অধীনে রয়েছে এমন চারটি গবেষণামূলক সংস্থার নাম বদলে গেল। বেলেঘাটার ন্যাশানাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস (নাইসেড) , তার নাম বদলে নতুন নাম রাখা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। অন্যদিকে দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল স্ট্যাটিসটিক্স (নিমস) ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্যাথলজি (নিপ) এবং পুনের  ন্যাশনাল এডস রিসার্চ ইনস্টিটিউট (নারি) এর নাম বদলে হচ্ছে যথাক্রমে ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ডিজিটাল হেলথ অ্যান্ড ডেটা সাইন্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সলেশনাল ভাইরোলজি অ্যান্ড  এডস রিসার্চ।
  • শেয়ারবাজারে ধস অব্যাহত। ভারতে পরপর চার দিনে শেয়ার সূচক সেনসেক্স কমেছে ২৫৪৯.১৬ পয়েন্ট। এতে লগ্নীকারীদের ৯.৩০ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।
  • নেসলে সংস্থার তৈরি শিশু খাদ্য বিষয়ে যে বিতর্ক উঠেছে তা নিয়ে তদন্ত শুরু করল ভারতের খাদ্য সুরক্ষা এবং খাদ্যের মান রক্ষা সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা এফ এস এস এ আই। প্রসঙ্গত, অভিযোগ উঠেছে যে, সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক সংস্থা নেসলে ভারত, আফ্রিকা, দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকার মতো দেশগুলিতে যে শিশু খাদ্য বিক্রি করে তাতে প্রয়োজনের তুলনায় চিনির হার বেশি। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক অথচ ইউরোপ, আমেরিকায় ওই একই ব্র্যান্ডের খাদ্য অনেক বেশি স্বাস্থ্যকর। সেখানে চিনির মাত্রা অনেক কম। স্বেচ্ছাসেবী সংস্থা পাবলিক আই এবং ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক এই অভিযোগ এনেছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 15:41:18
Privacy-Data & cookie usage: