কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ অগস্ট ২০২৪

93
0
Current Affairs 18th August

আন্তর্জাতিক
  • এদিন থেকে খুলে গেল বাংলাদেশের স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। কোটা বিরোধী আন্দোলনকারীদের আন্দোলনপর্ব থেকে প্রায় একমাস বাংলাদেশের স্কুলগুলি বন্ধ ছিল।
  • থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পেতাঙতার্ন সিনাওয়াত্রা। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা। তাঁর বয়স ৩৭ বছর। তিনি থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন।
 জাতীয়
  • কলকাতার আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই মামলা করল সুপ্রিম কোর্ট। এদিকে এদিনও এই ঘটনার বিচার চেয়ে হাজার হাজার মানুষ পথ হেঁটেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ এদিন বাতিল করে দেয়া হয়। দুই দলের সমর্থক রাই ডসহ ন্যায় বিচারের স্লোগান দিতে দিতে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে মিছিল করেছেন। এদিন চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কলকাতা শ্যামবাজারে পদযাত্রা করেছেন। এই ঘটনা নিয়ে খোলা চিঠি লিখেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। এদিন অক্সফোর্ড, মেলবোর্ন থেকে ইন্ডিয়ানা প্রদেশ – বিশ্বের বিভিন্ন স্থানের প্রবাসী বাঙালিরাও ওই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল সামিল হয়েছেন।
খেলা
  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ইংল্যান্ডের সঙ্গে একটি বিশেষ টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনা প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওই ম্যাচ আয়োজিত হবে বলে তারা জানিয়েছে। প্রসঙ্গত, ১৮৭৭ সালে প্রথম আন্তর্জাতিক টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। শতবর্ষ পরে ১৯৭৭ সালে টেস্ট ক্রিকেটের শতবর্ষ পালন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তারা ইংরেজদের বিরুদ্ধে সেই ম্যাচটি ৪৫ রানে জয়ী হয়েছিল।
  • মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা আগামী বছর জানুয়ারি মাসে মালয়েশিয়ায় আয়োজিত হবে।
বিবিধ
  • কর্মরত অবস্থায় প্রয়াত হলেন উপকূল রক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ পাল। তিনি ভারতের উপকূল রক্ষী বাহিনীর ২৫ তম ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।