কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ডিসেম্বর ২০২৩

298
0
Current Affairs 18th December

আন্তর্জাতিক
  • কুখ্যাত দুষ্কৃতী দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচিতে একটি হাসপাতালে ভর্তি বলে জল্পনা ছড়ালো। বিষপ্রয়োগে অসুস্থ হয়ে দাউদের মৃত্যু হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়ে। যদিও এই খবরের সত্যতা নিয়ে সংশয় রয়েছে। দাউদের ডান হাত ছোটা শাকিল দাবি করেছেন দাউদ সুস্থ রয়েছেন। তবে পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যমেও দাবি করা হয়েছে যে, বিষক্রিয়ায় দাউদের প্রাণহানি হয়েছে। এর আগে ২০১৬, ২০১৭ এবং ২০২০ সালেও দাউদের মৃত্যুর খবর ছড়িয়েছিল। পাকিস্তান সরকারের নীরবতা এবং সে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার ঘটনায় এই জল্পনা আরো বৃদ্ধি পায়। তবে পরে জানা যায় তেহরিক ই ইনসাফ দলের অনলাইন সম্মেলন ব্যর্থ করার জন্য পাক প্রশাসন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। এদিনই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাংক জেলায় আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন তীব্র ভারত বিরোধী লস্কর ই তৈবার নেতা হাবিবুল্লাহ। এই নিয়ে পাকিস্তানের ২০ জন ভারত বিরোধী সন্ত্রাসবাদীর আততায়ীদের হাতে মৃত্যু হল।
জাতীয়
  • হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুজন রোগীর। লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রেজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস-এ এই ঘটনা ঘটেছে। যখন হয়েছেন আরো দুজন।
  • কেরলে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হল। দক্ষিণ ভারতের কর্ণাটক ও তামিলনাড়ুতে করোনা সংক্রমণ পুনরায় ছড়াতে শুরু করেছে। করোনার নতুন সাব ভেরিয়েন্ট জে এন ১ থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, সিঙ্গাপুর ও ভারতে এই সাব ভেরিয়েন্ট সক্রিয় বলে জানা গেছে। এই ঘটনায় দেশের সমস্ত রাজ্যকেই সতর্ক হওয়ার জন্য চিঠি লিখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
  • লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৯২ জন বিরোধী সাংসদকে সংসদের অনির্দিষ্টকালের  জন্য সাসপেন্ড করা হলো। একসঙ্গে এতজন সাংসদকে সাসপেন্ড করা একটি রেকর্ড। গত ১৩ ডিসেম্বর সংসদ ভবনে হলুদ গ্যাস নিয়ে হামলা চালানোর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়ে সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। এদিকে গত ১৩ ডিসেম্বরের ঘটনা নিয়ে সমস্ত সাংসদকে চিঠি পাঠিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি জানিয়েছেন অতীতে এই ধরনের ১৭ টি ঘটনা ঘটেছে। শেষ ঘটনাটি ঘটেছিল ১৯৯৮ সালের জুলাই মাসে।
  • জঙ্গলমহল, সুন্দরবন এবং পাহাড়ের কিছু কিছু অংশে মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। পোশাকি ভাষায় তাকে বলে শ্যাডো জোন। এই শ্যাডো জোনগুলি চিহ্নিত করা এবং সেখানে নেটওয়ার্ক ব্যবস্থা উন্নত করার জন্য টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। প্রসঙ্গত, গোটা দেশে নির্বাচন কমিশনের কর্মসূচি এখন অনেকটাই ইন্টারনেট নির্ভর।
খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র সম্পন্ন করল উয়েফা। ফেব্রুয়ারি মাস থেকে রাউন্ড অফ সিক্সটিন এর খেলা শুরু হবে। এই পর্বে খেলবে আর্সেনাল, নাপোলি, বার্সেলোনা, পিএসজি, এফসি পর্তো, রিয়াল সোদিয়াদ, ম্যানচেস্টার সিটি, ইনটার, বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাটলেটিকো, পিএসভি, লাজিও, বায়ার্ন , কোপেনহেগেন, লিপজিগ এবং রিয়াল মাদ্রিদ।
বিবিধ
  • বারাণসীতে বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার সর্বেদ মহামন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বারাণসীর নমো ঘাটে তিনি কাশি তামিল সঙ্গমাম এক্সপ্রেস এর সূচনা করলেন। সেখানে তিনি হিন্দি ভাষায় বক্তৃতা দেন কিন্তু সেই বক্তৃতা ভাষীনি নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) প্রযুক্তি ব্যবহার করে তামিল ভাষায় অনূদিত হয়ে শোনা যায়। এই প্রথম প্রধানমন্ত্রীর বক্তব্যের রিয়েল টাইম অনুবাদ সম্প্রচারিত হলো।
  • ২০১৮ সালে দেশে বাঘের হানায় মৃত্যু হয়েছিল ৩১ জনের। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ১১২ জন। অর্থাৎ পাঁচ বছরে তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বাঘের হামলায় মানুষের মৃত্যুর সংখ্যা। লোকসভায় এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার।