কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুলাই ২০২৩

377
0
Current affairs 18th July

আন্তর্জাতিক
  • অষ্টাদশ শতক থেকে তাপমাত্রা রেকর্ড করার ব্যবস্থা হয়েছে সেই সময় থেকে এখনো পর্যন্ত দীর্ঘ বছর গুলির মধ্যে এ বছরই উষ্ণতম গ্রীষ্মকাল বলে মনে করা হচ্ছে। ইউরোপ কার্যত ফুটছে। ইতালির তাপমাত্রা নানা শহরে তাপমাত্রা ছিল ৪১°। সার্ডিনিয়াতে তাপমাত্রা ৪৬° সেলসিয়াসে পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে। রোম সহ ইতালির বিভিন্ন শহরে তাপপ্রবাহের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ৫৪ ডিগ্রি।
জাতীয়
  • দেশের ২৬ টি বিরোধী দল বেঙ্গালুরুতে একটি বৈঠকের মাধ্যমে অভিন্ন মঞ্চ গড়ে তুলল। এর আগে পাটনায় প্রথম বৈঠকে এই মঞ্চ গড়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কংগ্রেস শাসনের সময় এই জোটের নাম ছিল ইউ পি এ। পরবর্তীকালে এন ডি এ জোট ক্ষমতায় আসে কিন্তু ইউ পি এ জোটের নাম বদল হয়নি। এদিন নতুন নামকরণ হলো ‘ইন্ডিয়া’। মঞ্চের নতুন নাম হলো ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’। বেঙ্গালুরুর রেসকোর্স রোডে তাজ ওয়েস্টে  এন্ড হোটেলের ব্যাঙ্কয়েট হলে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, এম কে স্ট্যালিন, উদ্ভব থ্যাকারে, হেমন্ত সোরেন, ডি রাজা প্রমুখ।
  • প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী (৭৯)। তিনি ২০০৪ সাল থেকে ২০০৬ এবং ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই দফায় কেরলের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
খেলা
  • ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি বিশ্ব রেকর্ড করলেন। এদিন কোরিয়া ওপেন এ পুরুষদের ডাবলসে চিরাগ শেট্টির সঙ্গে তিনি ম্যাচ খেলছিলেন। সেখানে তাঁর একটি স্ম্যাস ৫৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ তুলেছিল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস একে বিশ্বরেকর্ডের মর্যাদা দিয়েছে। এর আগে ২০১৩ সালে মালয়েশিয়ার ট্যান বুং হিয়ং ৪৯৩ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে শাটল কক মেরেছিলেন। এদিন এই ভারতীয় জুটি মাত্র ৩২ মিনিটে ম্যাচ জিতে নেয়।
  • ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ এই প্রতিযোগিতা আয়োজন করতে অপারগ বলে জানিয়ে দিল। ৫৬ দেশের এই প্রতিযোগিতার ব্যয় ভার প্রচুর। সেই কারণেই পিছিয়ে গেল ভিক্টোরিয়া।
বিবিধ
  • মাটির সঠিক ব্যবহারের জন্য ভূমি সম্মান পেলো ছত্রিশগড়। প্রধানত সরগুজা ও বেমিতারা জেলায় জমির উন্নয়ন সংক্রান্ত কাজ ৯৫% পূর্ণ হয়েছে। নয়া দিল্লির বিজ্ঞান ভবনে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের হাতে এই পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
  • ১৪ থেকে ২০ জুলাই রাজ্যে অরণ্য সপ্তাহ পালন করছে পশ্চিমবঙ্গ বন দপ্তর। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন রাজ্যজুড়ে ২৫ লক্ষ চারা গাছ রোপন করা হলো।