কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুলাই ২০২৪

191
0
Current Affairs 18th July

আন্তর্জাতিক
  • বাংলাদেশে আরো তীব্র হয়ে উঠল ছাত্রদের সঙ্গে সরকারের লড়াই। আন্দোলনরত ছাত্রছাত্রীরা এদিন কমপ্লিট শাটডাউন-এর ডাক দিয়েছিল। এই আন্দোলনে বাংলাদেশের নানা স্থানে পুলিশ, র‍্যাব, বিজিবি বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নাবালক ছাত্র। পরিস্থিতি সামলাতে ঢাকা ক্যান্টনমেন্টে সাঁজোয়া গাড়ি নামানো হয়। গোটা দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সংঘর্ষে বেশ কয়েকজন পথচারীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে ঢাকা টাইমসের সাংবাদিক, ২৮ বছর বয়সি মেহেদী হাসানেরও।
জাতীয়
  • উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় পিকাওড়ার কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। এদিন ডিব্রুগড়গামী চন্ডিগড় ডিব্রুগড় এক্সপ্রেস বেলাইন হয়। এই দুর্ঘটনায় জখম হয়েছেন ৩০ জন। ট্রেনটির অন্তত আটটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।
  • চিকিৎসা বিদ্যার প্রবেশিকা পরীক্ষা স্নাতক স্তরের নিট এর ফলাফল পরীক্ষা কেন্দ্র ধরে ধরে প্রকাশ করার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। তবে এখনই ওই পরীক্ষা বাতিল করার কোন পদক্ষেপ নেয়নি সর্বোচ্চ আদালত।
খেলা
  • ভারতের জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক পদ থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। তাঁর জায়গায় নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল সূর্য কুমার যাদবকে। সহ অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে।
  • ফিফা বিশ্বক্রম তালিকায় এক নম্বর জায়গা ধরে রাখল আর্জেন্টিনা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং ব্রাজিল। ভারতের ক্রম ১২৪ ই রয়েছে।
  • ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একটি নতুন রেকর্ড করল ইংল্যান্ড। দেশ হিসাবে এদিন তারা টেস্টে দ্রুততম ৫০ রান করার রেকর্ড গড়ল। এদিন মাত্র ৪.২ ওভারে অর্থাৎ ২৬ বলে ১ উইকেট হারিয়েই ৫০ রানে পৌঁছে যায় ইংল্যান্ড।
বিবিধ
  • ডলারের নিরিখে আরো তলানিতে পৌঁছল টাকার দাম। এ দিন টাকার মূল্য ছিল প্রতি ডলারে ৮৩.৬৩ টাকা যা স্মরণাতীত কালের মধ্যে মধ্যে সবথেকে নিচে।