কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুন ২০২৩

361
0
Current Affairs 18th June

আন্তর্জাতিক
  • চিন সফরে গেলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। গত পাঁচ বছরে এই প্রথম মার্কিন সরকারের কোন মন্ত্রী চিন সফরে এলেন। চার মাস আগে ব্লিঙ্কেনের চিন সফর করার কথা ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে চিনের চর বেলুন ধরা পড়ার পর তখন এই সফর স্থগিত রাখা হয়েছিল। এমনিতেই তাইওয়ানের স্বীকৃতি নিয়ে দু’দেশের সম্পর্ক অম্ল মধুর।
  • অবৈধ অভিবাসন নিয়ে কড়া বার্তা দিতে একদিন অভিবাসন দপ্তরের আধিকারিক হিসেবে পথে নেমে কাজ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গত ১৫ জুন উত্তর লন্ডনের ব্রেন্ট এলাকায় অবৈধ অভিবাসীদের খোঁজে যে তল্লাশি চালানো হয়েছিল সেখানে এই ভূমিকা পালন করেছেন সুনক। ওই দিনের অভিযানে আকস্মিক তল্লাশিতে কুড়িটি দেশের ১০৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ব্রিটেনের আধিকারিকরা।
জাতীয়
  • বিশেষ অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে ২৫ জন আফ্রিকার নাগরিককে গ্রেপ্তার করলো পুলিশ। তারা প্রত্যেকেই অবৈধ মাদক ব্যবসা এবং অন্যান্য প্রতারণামূলক কাণ্ডে যুক্ত বলে গুরুতর অভিযোগ উঠেছে।
  • মনিপুরের পরিস্থিতি একই রকম উদ্বেগজনক। সেখানে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে গত ৪৪ দিনে ১২০ জনের মৃত্যু হয়েছে। ৫০ হাজারের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন। পুলিশের পাঁচ হাজারের বেশি অস্ত্র লুঠ হয়েছে।
খেলা 
  • ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হলো ভারত। এদিন ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারত ২-০ গোলে হারিয়ে দিল লেবাননকে। এই প্রতিযোগিতায় একটিও গোল না খেয়ে এবং অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো ভারত। দেশের মাঠে টানা ৮ ম্যাচ অপরাজিত থেকে জয়ী হলো ভারত। ফিফা বিশ্ব রেংকিংয়ে ভারত ও লেবাননের ক্রম যথাক্রমে ১০১ এবং ৯৯। লেবাননের সঙ্গে অষ্টম বার সাক্ষাতে দ্বিতীয় বার জয় পেল ভারত। এই জয় এলো ৪৬ বছর পর। প্রতিযোগিতার শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হলেন ভারতের সন্দেশ জিঙ্ঘন। এদিন দেশের হয়ে সাতাশি তম গোল করলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।
  • ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রণকিরেড্ডি জুটি। এই প্রথম কোন ভারতীয় জুটি হিসেবে তাঁর ব্যাডমিন্টনের সুপার ১০০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। মালয়েশিয়া ওপেন মহিলাদের সিঙ্গেলসে এর আগে ভারতের সাইনা নেহওয়াল ২০১০ ও ২০১২ সালে এবং কিদম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গেলসে ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু ডাবলসে এই প্রথম কোন ভারতীয় জুটি এই খেতাব জিতল। এদিন এই জুটি হারিয়ে দিল বিশ্বচ্যাম্পিয়ন ডাবলস জুটি অ্যারন চিয়া ও সো উই ইক কে। এর আগে সুপার ৩০০ সুপার ৫০০ সুপার ৭৫০ ট্রফি জেতার পর এবার সুপার ১০০০ হাজার ট্রফিও জিতলেন।
বিবিধ
  • গান্ধি পুরস্কার পাচ্ছে গীতা প্রেস। তাদের ২০২১ সালের গান্ধি পুরস্কার দেওয়া হচ্ছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে গান্ধিবাদী পথে অসাধারণ অবদানের জন্য এই সংস্থাকে বেছে নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন জুরি বোর্ড। প্রসঙ্গত, ১৪ টি ভাষায় ৪১ কোটির বেশি গ্রন্থ প্রকাশ করেছে গীতা প্রেস। এই খবর জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক।