কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুন ২০২৪

158
0

আন্তর্জাতিক
  • বিশ্বে কোন দেশের হাতে কত পরমাণু অস্ত্র রয়েছে প্রতিবছরই তার একটি খতিয়ান প্রকাশ করে সুইডিশ সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট। এ বিষয়ে ২০২৪ সালে তাদের রিপোর্ট প্রকাশিত হলো। এই  রিপোর্টে তারা দাবি করা  হয়েছে, এই মুহূর্তে পরমাণু শক্তিধর ৯টি দেশের কাছেই মোট ১২,১২১টি পরমাণু বোমা রয়েছে। এর মধ্যে সরাসরি  সেনাবাহিনীর হাতে রয়েছে প্রায় সাড়ে ৯ হাজার! আর জরুরিকালীন ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে রাখা আছে প্রায় ৪ হাজার পরমাণু অস্ত্র। এই রিপোর্ট অনুযায়ী মোট পরমাণু অস্ত্রের বিচারে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত । রিপোর্ট অনুযায়ী রাশিয়ার কাছে ৪৩৮০, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ৩৭০৮, চিনের হাতে ৫০০, ভারতের হাতে ১৭২ ও পাকিস্তানের হাতে ১৭০ টি পরমাণু অস্ত্র রয়েছে।
  • ব্রিটেনের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা বিদ্যার পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ডেভিড কৃষ্ণ মেনন। তিনি পেলেন ‘কম্যান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মান । চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যানাস্থেশিয়া বিভাগের অধ্যাপক ও মস্তিষ্কের ট্রমা বিশেষজ্ঞ ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক এই উপাধিতে সম্মানিত করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
 জাতীয়
  • ভারত সফরে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান । তাঁর সঙ্গে বৈঠক হল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের । এই বৈঠকে ঠিক হয়েছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
  • উত্তরবঙ্গে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০ জন। উত্তর-পূর্ব সীমান্ত রেল এই দুর্ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমার গর্গ এই দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছেন।
  • ফের একটি নতুন নির্মিত সেতু ভেঙে পড়ল বিহারে। বিহারের আরারিয়া  জেলয়  বাকরা নদীর উপর ওই নতুন সেতুটি তৈরির পর তা ছিল উদ্বোধনের অপেক্ষায়।
  • ভারত সফরে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভদের প্রাক্তন স্পিকার ন্যান্সি এলওসি এই সফরে তিব্বতি ধর্মগুরু দলাই লমার সঙ্গে তার বৈঠক করার দেখা করার কথা রয়েছে।
খেলা
  • ইউরো কাপে প্রথমবার খেলতে নামল জর্জিয়া। প্রথম ম্যাচে প্রবল লড়াই করেও তারা ৩-১ গোলে পরাস্ত হলো তুরস্কের কাছে। ম্যাচ চলার সময় ডর্টমুন্ডে স্টেডিয়ামে চাঁদ ফুটো হয়ে বৃষ্টির জল ঢোকার দৃশ্য নজর কেড়েছে। অপর ম্যাচে ফ্রান্স ১-০ গোলে হারিয়ে দিল অস্ট্রিয়াকে।
  • ফিনল্যান্ডের তুরকুতে  পাভো নুরমি গেমসে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সের এক মাস আগে এই পদক প্রাপ্তি নিশ্চিত ভাবে তাঁর মনোবল বাড়িয়ে দেবে।
 বিবিধ
  • ২০১০ সালের জুন মাসে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে গিয়েছিল বক্সা ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত জয়ন্তী বনবাংলো। এবার অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো ডুয়ার্সের ঐতিহাসিক হলং বন বাংলো। আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো গোটাটাই ছাই হয়ে গেল । প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। কাঠের বাংলোটি ১৯৬৭ সালে তৈরি। এই বনবাংলো পশ্চিমবঙ্গ রাজ্য বন দফতরের অন্যতম আকর্ষণীয় সম্পত্তি ছিল।