কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মে ২০২৪

180
0
Current Affairs 18th May
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • বিদেশি ছাত্র-ছাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটল কিরঘিজস্তানে। সেখানে মূলত ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি ছাত্রদের হোস্টেলে ঢুকে হামলা চালানো হয়েছে। সম্প্রতি কিরঘিজস্তানে স্থানীয় ছাত্রদের সঙ্গে মিশরের ছাত্রদের এক সংঘর্ষের পর পরিস্থিতির অবনতি হয়। এই ঘটনা নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয় প্রশাসনের দাবি। এই ঘটনায় ভারতীয় ছাত্র-ছাত্রীদের আপাতত হোস্টেলের বাইরে বেরোতে নিষেধ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, কিরঘিজস্তানে অন্তত ১৪৫০০ জন ভারতীয় পড়ুয়া রয়েছেন।
  • বিশ্বে প্রাণঘাতী ব্যাকটেরিয়ার সংখ্যা ক্রমবর্ধমান। এমনকি অ্যান্টিবায়োটিক প্রয়োগেও তাদের কব্জা করা যাচ্ছে না। এইরকম প্রাণঘাতী ব্যাকটেরিয়ার একটি তালিকাও প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এর আগে ২০১৭ সালে এইরকম একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। এই নিয়ে দ্বিতীয় বার অনুরোধ তালিকা প্রকাশ করা হলো।
জাতীয়
  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভবকুমারকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। আপের রাজ্যসভার সদস্য স্বাতী মালিওয়ালকে নিগ্রহের অভিযোগে বৈভবকে আটক করা হয়েছে।
  • এ মরসুমে দেশে সবথেকে উষ্ণতম দিনের নজির গড়ল নয়া দিল্লির নজফগড় এলাকা। এদিন সেখানে তাপমাত্রা ছিল ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিল্লির আটটি স্থানে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। একটি সমীক্ষায় বলা হয়েছে, চলতি বছরে ভারতে ৫৪ কোটির বেশি মানুষ অন্তত একদিন হলেও তাপপ্রবাহ অনুভব করবেন।
খেলা
  • কলকাতায় আয়োজিত ডেভেলপমেন্ট লিগে চ্যাম্পিয়ন হল পাঞ্জাব এফসি। এদিন ফাইনালে তারা ৩-২ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে।
  • কাজাখস্তানে অনুষ্ঠিত ইলর্দা কাপ বক্সিং প্রতিযোগিতায় ১২টি পদক জিতলেন ভারতের প্রতিযোগীরা। এই প্রতিযোগিতায় এটাই ভারতের সেরা সাফল্য। ভারতের নিখাত জারিন ও মীনাক্ষী সোনার পদক জিতেছেন।
বিবিধ
  • দুটি ভারতীয় সংস্থার চারটি মসলা আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল নেপালের খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। প্রসঙ্গত কীটনাশক এথিনিল অক্সাইডের মাত্রাতিরিক্ত ব্যবহারের অভিযোগ উঠেছে ওই পণ্যগুলির বিরুদ্ধে। এর আগেই বিভিন্ন দেশ এই মসলার আমদানি নিষিদ্ধ করেছে।
  • পুল সাইড ফ্যাশন শো আয়োজিত হল সৌদি আরবে। ডিজাইনার ইয়াসমিনা কাঞ্জালের আয়োজনে এই প্রথমবার সৌদিতে সাঁতারের পোশাকে মডেলরা হাঁটলেন। সৌদির মত রক্ষণশীল দেশে এটি একটি মাইল ফলক বলে মনে করা হচ্ছে।