কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ নভেম্বর ২০২৪

108
0
Current Affairs 18th November

আন্তর্জাতিক
  • পাঁচ দিনে তিন দেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দুদিন নাইজিরিয়ায় কাটিয়েছেন। তার পর ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি২০ শীর্ষ সম্মেলন চলছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, চিন, আমেমিরকা, ফ্রান্স সহ বিভিন্ন রাষ্ট্রনেতাদের আলোচনায় অনুন্নত দেশগুলির সমস্যার কথা তুলে ধরেন। বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব ও সংঘাতের কারণে খাদ্য, জ্বালানি এবং সারের সংকটে পড়তে হচ্ছে ‘গ্লোবাল সাউথের’ দেশগুলিকে। ‘গ্লোবাল  সাউথ’ বলতে বোঝায় নিম্ন আয়ের দেশগুলিকে, যেখানে দারিদ্র প্রকট। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সহ এশিয়ার বেশ কিছু দেশ এই ‘গ্লোবাল সাউথ’ এর মধ্যে পড়ে। ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের বার্তা তিনি দিয়েছেন এই মঞ্চ থেকে। তিনি আরও বলেন, এক দশকে ভারতের ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমার উপরে তুলে আনা হয়েছে। ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। পাশাপাশি নারী ও কৃষকদের জন্য নানা প্রকল্প নেওয়া হয়েছে। শুধুমাত্র খাদ্য নিরাপত্তা নয়, দেশবাসীর পুষ্টির দিকেও জোর দিচ্ছে ভারত। এই রিও ডি জেনেইরোতেই প্রধানমন্ত্রীরসঙ্গে সাক্ষাৎ হয় আমেরিকার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও। উল্লেখ্য, ২০২৩ সালের জি২০ শীর্ষ বৈঠকের আয়োজক দেশ ছিল ভারত। প্রথা মেনে এ বারে ব্রাজিলে সম্মেলন হচ্ছে।
  •  একই সঙ্গে দীর্ঘ দিনের অচলাবস্থা কাটার পর ভারত-চিন এই সম্মেলন চলাকালীনই পার্শ্ববৈঠকে বসলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই।

 

দেশ
  • গোষ্ঠী হিংসায় জ্বলছে মণিপুর। কালও গুলিতে মারা গিয়েছেন ১ জন।উত্তপ্ত মণিপুরে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে ২৭ জন বিধায়কের মধ্যে গরহাজির রইলেন ১১ জন। উপস্থিত পক্ষের কেউ কেউ আপস্পা তুলে নেওয়ার কথা বলেন। বৈঠকে যোগ দেওয়া বিধায়কেরা কেউ কেউ আশঙ্কা করছেন তাদের ঘরবাড়ি পুনরায় আক্রমণ হওয়ার। অন্য দিকে দুই জনগোষ্ঠী একে অপরের প্রতি ক্ষোভ জানিয়েই যাচ্ছে। মেইতেই গোষ্ঠীর বিধায়কেরা কুকি জঙ্গীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। বলছেন, কুকি জঙ্গিদের বিরুদ্ধে আগেই কঠোর ব্যবস্থা নিলে এই পরিস্থিতি হত না। পরিস্থিতির কথা মাথায় রেখে আরও দুদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ১০ জন কুকির মৃত্যু হয়েছে, এই অভিযোগ জানিয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে, কফিন নিয়ে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে কুকি সংগঠন।
  • চরম সঙ্কটজনক দিল্লির বিষাক্ত বাতাস ভাবাচ্ছে সব মহলকেই। সিগারেট না খেলেও দিল্লিতে বসবাসকারী মানুষের শরীরের প্রতিদিন ৪৯টি সিগারেটের ধোঁয়া প্রবেশ করছে। দিল্লির কোর্ট তিরস্কার করেছে রাজ্য সরকারকে। সমস্ত স্কুল কলেজ অনলাইনে করার নির্দেশ দেওয়া হয়েছে। পাথর ভাঙা, খনি ও নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

 

খেলা
  • উয়েফা নেশন লিগে ফ্রান্স ৩-১ গোলে হারাল ইটালিকে। ইংল্যান্ড ৫-০ গোলে হারাল আয়ারল্যান্ডকে। ঘরের মাঠে ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে ৫ গোল দেয়।
  • ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারত-মালয়েশিয়া ১-১ গোলে ড্র হয়। সোমবার হায়দ্রাবাদে কোনও মতে হার বাঁচায় ভারত।ফিফা ক্রমতালিকায় ভারত ১২৫ তম স্থানে। মালয়েশিয়া ১৩৩ নম্বরে।

 

বিবিধ
  • প্রয়াত হলেন সত্যজিৎ রায়ের তৈরি পথের পাঁচালী চলচ্চিত্রের কালজয়ী চরিত্র দুর্গা অভিনয় করা উমা দাশগুপ্ত (বিয়ের পরে পদবি হয় সেন)। অপু-দুর্গা বাংলা সাহিত্যের এক অনন্য চরিত্র। একটা চরিত্র কী ভাবে মূর্ত হয়ে ওঠে তা দেখিয়ে ছিলেন সত্যজিৎ রায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের চিত্ররূপ দিয়েছিলেন সত্যজিৎ রায়। সেই ছিবতে উমা দাশগুপ্ত দুর্গা চরিত্রে নিজেকে ফুটিয়েয় তোলেন। অভিনয় জীবন শেষে পরবর্তীতে আশুতোষ কলেজের ছাত্রী, যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষয়ত্রী এবং দুই ছেলেমেয়ের মা দুর্গা ওরফে উমা দাশগুপ্ত নিভৃতে জীবন কাটিয়েছেন। বয়স হয়েছিল ৮৪ বছর।