কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ সেপ্টেম্বর ২০২৪

145
0
Current Affairs 19th September

আন্তর্জাতিক
  • বাংলাদেশে পূর্ব ঘোষণা করে গাছে পোস্টার লাগিয়ে জনজাতি বা সংখ্যালঘু কিশোরীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। বাংলাদেশে ‘ধর্মীয় সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন ঐক্য পরিষদ’ এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছে এক পক্ষকালের মধ্যে ২০১০টি সাম্প্রদায়িক হামলায় ১৭০৫টি সংখ্যালঘু পরিবারের লোক সাম্প্রদায়িক হামলায় আক্রান্ত হয়েছেন। বহু মানুষ আতঙ্কে চোরাপথে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর এই ঘটনা বেড়ি গিয়েছে বলে সংবাদে প্রকাশ
  • ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলা ইউক্রেন–রাশিয়া যুদ্ধ প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে।
দেশ
  • আর জি কর কাণ্ডের জেরে ধৃত ডাক্তার সন্দীপ ঘোষ ডাক্তারি ডিগ্রি খোয়ালেন। তাঁর রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দেয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ফলে তিনি আর ডাক্তার নন।
  • আর জি কর ডাক্তারি ছাত্রদের আন্দোলন চললেও আপাতত তাঁরা কাজে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা জরুরি পরিষেবায় ফিরছেন বলে জানিয়েছেন।
  • ডিভিসি জল ছাডায় রাজ্যের দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে ডিভিসি-বনাম মুখ্যমন্ত্রীর।
  •  হুমকি সংস্কৃতি বা থ্রেট কালচার বন্ধে পদক্ষেপ নেওয়া হল কল্যাণী জেএনএম-এ। বৃহস্পতিবার সেখান থেকে ৪০ জন ছাত্রকে ছ’মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সহ দুই কর্তাও শাস্তির মুখে পড়েছেন। উল্লেখ্য, আর জি করে মৃ্ত ছাত্রী এই মেডিক্যাল কলেজ থেকেই পাশ করেছিলেন।
  •  জম্মু ও কাশ্মীরে নির্বাচন কাটল মোটামুটি নির্বিঘ্নেই।
খেলা
  • চেন্নাইয়ে শুরু হল বাংলাদেশ-ভারত ছেস্ট সিরিজ। প্রথম ব্যাটিং নিয়েছে ভারত। প্রথম দিনই নজর কেড়েছ বাংলাদেশের তরুণ বোলার হাসান মাহমুদ। তিনি রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমন গিলের উইকেট নিয়ে সবার নজরে এসেছেন। টেস্টে শতরান করলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
  • ফিজিতে কমনওয়েল্থ চ্যাম্পিয়ন শিপে ভারোত্তোলনে ৮১ কেজি জুনিয়র ও সিনিয়র বিভাগে সোনা জিতলেন অজয় বাবু। ১৯ বছরের তরুণ মোট ৩২৬ কেজি ওজন তোলেন।
বিবিধ
  • আগামী কয়েক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৭ শতাংশের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে মূল্যায়ন সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল। ২০৩০-৩২ অর্থ বর্ষে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে বলে জানিয়েছে।
  • গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা ও খাদ্য সংকটের কবলে জিম্বাবোয়ে। ফলে দেখা দিয়েছ গভীর খাদ্য সংকট। খাদ্য সংকট মেটাতে সেখানে ২০০টি হাতিকে মেরে ফেলা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। প্রয়োজনের অতিরিক্ত হাতি রয়েছে নাকি সেখানে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই প্রাণীগুলির মাংস দিয়ে খরা বিপর্যস্ত মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে।