কারেন্ট অ্যাফেয়ার্স ২১ অক্টোবর ২০২০

779
0

আন্তর্জাতিক

  • গৃহযুদ্ধের পরিস্থিতি দেখা গেল পাকিস্তানে। করাচিতে পাক সেনা ও পুলিশের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা সফদার আওয়ানকে গ্রেপ্তার করা নিয়ে ঘটনার সূত্রপাত। সেনাবাহিনী তাঁকে আটক করলেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চায়নি পুলিশ। এরপর সিন্ধ পুলিশের আইজি মুস্তাক মেহেরকে পাক রেঞ্জার্সরা অপহরণ করে বলে অভিযোগ। ঘটনার পর তীব্র ক্ষোভে ৩ জন অতিরিক্ত আই জি, ২৫ জন ডিআইজি, ৩০ জন এসপি এবং শতাধিক উচ্চপদস্থ পুলিশ অফিসার ৬০ দিনের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত জানান। অবশেষে পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ঘটনার তদন্তের নির্দেশ দিলে ছুটির সিদ্ধান্ত স্থগিত রেখেছেন পুলিশ আধিকারিকরা
  • ইউরোপে এক সপ্তাহে ৯ লক্ষ ৭২ হাজার জন করোনায় সংক্রমিত হলেন। বিশ্বে মোট ৪,১৩,৭১,৪০৯ জন সংক্রমিত হয়েছেন। প্রাণহানির সংখ্যা ১১,৩৩,৭৩২।

 

জাতীয়

  • মাত্র ৫০০ টাকা খরচে এক ঘণ্টায় কোভিড পরীক্ষার ফল জানা যাবে এমন একটি বহনযোগ্য যন্ত্র ‘কোভিঅ্যাপ’ তৈরি করেছে আইআইটি খড়গপুর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, ১০ হাজার টাকারও কম খরচে যন্ত্রটি নির্মাণ করা যাবে। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৪,০৪৪ জন কোভিড সংক্রমিত হয়েছেন। পরপর ৩ দিন সংক্রমিতের সংখ্যা রয়েছে ৬০ হাজারের নিচে।

 

বিবিধ

  • গুগল-এর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের মামলা করল মার্কিন বিচার বিভাগ। অনলাইন সার্চ ও বিজ্ঞাপনে একাধিপত্য কায়েম রাখতে তারা ক্ষমতার অপপ্রয়োগ করেছে বলে অভিযোগ উঠল। ১১টি মার্কিন প্রদেশের রিপাবলিকান সরকার এই মামলায় সরকারপক্ষে যোগ দিয়েছে।
  • ইতিহাস গড়ল নাসা। এদিন তাদের মহাকাশযান ওসিরিস রেক্স অবতরণ করল পৃথিবী থেকে ৩২ কোটি ১০ লক্ষ কিমি দূরে অবস্থিত গ্রহাণু বেন্নু-তে। ২০১৬ সালে যাত্রা শুরু করেছিল ওসিরিস রেক্স। সেখান থেকে মাটি, পাথর সংগ্রহ করেছে মহাকাশ যানটি।

 

খেলা

  • গোয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে ২০ নভেম্বর ২০২০ সালের আইএসএল শুরু হবে বলে জানানো হল আয়োজকদের তরফ থেকে।
  • চ্যাম্পিয়ন্স লিগে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে পরাস্ত করল আটলেটিকো দা মাদ্রিদকে। এদিকে বার্সেলোনার হয়ে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে হারানোর ম্যাচে আর একটি নজির গড়েছেন লিওনেল মেসি। একটানা ১৬টি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে গোল করার নজির গড়লেন তিনি। এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রায়ান গিগস ১৬টি মরসুমে গোল করলেও তা একটানা ছিল না।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল