কারেন্ট অ্যাফেয়ার্স ২০ মার্চ, ২০১৯

schedule
2019-03-23 | 12:40h
update
2019-03-23 | 12:40h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার দিন ২৯ মার্চের পরিবর্তে হোক ৩০ জুন— এই মর্মে ইইউ-এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে।
  • ছাত্র বিক্ষোভে গোটা দিন অবরুদ্ধ হয়ে থাকল ঢাকার প্রধান সড়কগুলি। বেপরোয়া বাসের ধাক্কায় এক ছাত্রের মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শুরু হয় আন্দোলন। এর আগে গত বছর ২৯ জুলাই থেকে ৮ আগস্ট একই দাবিতে ঢাকায় বিক্ষোভ ঘটেছিল।
Advertisement

জাতীয়

  • লন্ডনে নীরব মোদীকে গ্রেপ্তার করল স্কটল্যান্ড ইয়র্ড। ভারতে ১৪ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত তিনি। তাঁকে প্রত্যর্পণের মামলা শুরু হবে ২৯ মার্চ। মেট্রো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েন তিনি।
  • সমঝোতা এক্সপ্রেস মামলায় স্বামী অসীমানন্দ সহ ৩ অভিযুক্তকে অব্যাহতি দিল বিশেষ এনআইএ আদালত। ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণে ৬৮ জনের মৃত্যু হয়েছিল।

বিবিধ

  • গণিত শাস্ত্রে এ বছরের আবেল পুরস্কার পেলেন খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্যারেন উলেনবেক। প্রসঙ্গত, গণিত শাস্ত্রে এটিই বিশ্বের সর্বোচ্চ পুরস্কার। ২০০৩ সালে পুরস্কার প্রদান শুরুর পর এই প্রথম কোনো মহিলা এই সম্মান পেলেন। পুরস্কারের অর্থমূল্য প্রায় ৫ কোটি টাকা। চার দশক ধরে অঙ্ক নিয়ে গবেষণা করা ক্যারেন একজন মার্কিন নাগরিক।
  • প্রতিয়োগিতার নিয়ম ভাঙার জন্য গুগুলকে ১৭০ কোটি ডলার বা ১১৯৩৪ কোটি টাকা জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন। তথ্য অনুসন্ধানে নিজেদের সংস্থাকে প্রাধান্য দেওয়ার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হল।

খেলা

  • মহিলাদের ফুটবলে সাফ কাপের ফাইনালে উঠল ভারত। এদিন ভারত বাংলাদেশকে ৪-০ গোলে হারাল। এই নিয়ে টানা চার বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠল তারা।
  • ক্রিকেট খেলতে-খেলতেই মৃত্যু হল ২২ বছরের তরুণ সোনু যাদবের। বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতেন তিনি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2024 - 16:45:36
Privacy-Data & cookie usage: