কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মে ২০২১

589
0
current affairs

আন্তর্জাতিক
  • চিনে ম্যারাথন দৌড় চলার সময়েই প্রতিকূল আবহাওয়ায় মৃত্যু হল ২১ জন প্রতিযোগীর৷ ১৮ জনকে উদ্ধার করল প্রশাসন৷ চিনের গানসু প্রদেশের ইয়েলো রিভার স্টোন অরণ্যে এই দুর্ঘটনা ঘটেছে৷ ম্যারাথন দৌড় চলার সময় শিলাবৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ায় এই বিপত্তি বলে জানা গেছে৷
  • বাংলাদেশে ৬ দিন আটক থাকার পর জামিন পেলেন অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম৷ ওই মহিলা সাংবাদিককে কার্যত “চোর” বলে কটাক্ষ করলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ৷
  • ডিজিটাল ভিসা চালুর সিদ্ধান্ত জানালেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রী প্রীতি প্যাটেল৷ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা চালু করেছিল৷

জাতীয়
  • দেশে ২১ লক্ষাধিক করোনা পরীক্ষা হল৷ টানা ৫ দিন প্রত্যহ ২০ লক্ষাধিক পরীক্ষা হল৷ এদিন সংক্রমিত হয়েছেন ২,৪০,৮৪২ জন৷ দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হহল ২৮,০৫,৩৯৯। সুস্থতার হার ৮৮.০৩ শতাংশ৷
  • মুম্বই উপকূলে অতি প্রবল ঘূর্ণিঝড় টাউটে-এর দাপটে বার্জ ডুবির ঘটনায় ১৬২টি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এদিকে আবহদপ্তরের পূর্বাভাসকে নির্ভুল প্রমাণ করে পারাদ্বীপ থেকে ৫৭৯ কিমি দূরে বঙ্গোপসসাগরে নিম্নচাপ ঘনীভূত হল৷ এই ঘূর্ণীঝড় ইয়াশ-এর আশঙ্কায় পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল ১৪৪টি স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেন বাতিল করল৷ ইয়াশ-ও অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে ববলে আশঙ্কা৷

 

বিবিধ
  • ১৯৫২ সালে ভারত থেকে অবলুপ্ত ঘোষণা করা হয়েছিল৷ ছত্তিশগড়ে ১৯৪৭ সালে শেষ চিতাটির মৃত্যু হয়েছিল৷ ফের ভারতে চিতা আনার কথা জানালেন মধ্যপ্রদেশের অরণ্যমন্ত্রী বিজয় শাহ৷ কেন্দ্রীয় সরকারের “প্রোজেক্ট চিতা”-র অর্থ সহায়তায় আফ্রিকা থেকে ১০টি চিতা আনা হবে বলে জানালেন তিনি৷
  • পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের প্রাক্তন ডিরেক্টর পরমাণু বিজ্ঞানী শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় (৭০) প্রয়াত হলেন৷
  • ১৯ বছর পর সক্রিয় হয়ে উঠল আফ্রিকার আগ্নেয়গিরি মাউন্ট নিরগঙ্গো৷

খেলা
  • ইন্ডিয়ানা পোলিসে ইউএস ক্ল্যাসিক্স জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার আসরে চমকে দিলেন সিমোনে বাইলস৷ অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ “ইউরচেঙ্কো ডাবল পাইক” নামক ভল্ট সাফল্যের সঙ্গে প্রদর্শন করেন তিনি৷
  • ফর্মুলা ওয়ান মোনাকো গ্রাঁ প্রি-তে চ্যাম্পিয়ন হলেন মার্ক ভারস্টাপেন৷
  • ভারতীয় ক্রীড়া জগতের কিংবদন্তি বলে মনে করা হয় সুশীল কুমারকে৷ ২০১২ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০১৬ সালে লন্ডন অলিম্পিকে রুপোর পদক জিতেছিলেন এই কুস্তিগির৷ সেই ব্যক্তিকেই খুনের মামলায় গ্রেপ্তার করার ঘটনায় বিস্মিত দেশের ক্রীড়ামহল৷ তাঁকে ৬ দিন পুলিশ হেফাজতে পাঠাল আদালত৷ বিশ্ব কুস্তি দিবসও তিনি অতিবাহিত করলেন কারাগারেই৷ অথচ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহণের সম্মানীয় দায়িত্বও পালন করেছিলেন তিনি৷ প্রসঙ্গত, গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে ২৩ বছরের তরুণ কুস্তিগির সাগর ধনখড়কে খুনের মামলায় সুশীল কুমার অভিযুক্ত৷