কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মে ২০২১

825
0
current affairs
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • জর্জ ফ্লয়েডের মৃত্যুর এক বছর পূর্ণ হল৷ গত বছর এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে এই কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু হয়েছিল শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভিনের হাঁটুর চাপে৷ মার্কিং মুলুকে কৃষ্ণাঙ্গদের দুরবস্থা নিয়ে তারপরেই শুরু হয়েছিল “ব্ল্যাক লাইভস ম্যাটার” আন্দোলন৷ এদিন ফ্লয়েডের স্ত্রী, কন্যা, ভাই, বোনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন৷
  • বেলারুশের কোনও বিমানকে নিজেদের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া হবে না বলে নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ সাংবাদিক রোমান প্রোটাশেভিচকে গ্রেপ্তার করার জন্য যাত্রী বিমানকে যুদ্ধমিবানের সাহায্যে অনৈতিকভাবে অবতরণ করানোর ঘটনায় এই পদক্ষেপ৷ রোমানের মুক্তির দাবি তুললেন এবং বেলারুশের এই আচরণের নিন্দা করলেন মার্কিন রাষ্ট্রপতিও৷
  • পিএনবি কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোক্সি অ্যান্টিগো থেকে নিখোঁজ হয়েছেন বলে জানালো তাঁর পরিবার৷ কয়েক হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত মেহুল ২০১৮ সালে ভারত থেকে গা ঢাকা দেন৷ তিনি অ্যান্টিগার নাগরিকত্বও নিয়েছিলেন৷ তাঁকে ভারতে প্রত্যর্পণের মামলা শুরু হয়েছিল অ্যান্টিগায়৷

 

জাতীয়
  • ৪০ দিন বাদে ভারতে করোনা ভাইরাসে দৈনিক সংক্রমণ ২ লক্ষের নীচে নামল৷ এদিন ১৯৬৪২৭ জন সংক্রমিত হয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন ৩২৬৮৫০ জন৷ দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা নেমে এল ২৫ লক্ষের ঘরে৷ পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ কমে হল ১৭০০৫ জন৷
  • ওড়িশার বালেশ্বর ও ধামড়া মধ্যবর্তী কোনও স্থানে অতি তীব্র ঘূর্ণিঝড় “ইয়াস” আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর৷
  • সিবিআই ডিরেক্টর হিসাবে সুবোধ কুমার জয়সওয়ালকে নিয়োগের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি৷ তিনি মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস অফিসার৷ তিনি বর্তমানে সিআইএসএফ-এর ডিজি এবং গুপ্তচর সংস্থা “র”-এর হয়ে অতীতে ৯ বছর কাজ করেছেন৷ তিনি মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার৷

 

বিবিধ
  • হংকং- ২১৩ কোটি টাকায় বিক্রি হল ১৫.৮ ক্যারাটের একটি হিরে৷ তার নাম সাকুরা৷ জাপানি ভাষায় সাকুরা শব্দটির অর্থ চেরিফুল৷ এই বিশালাকার হিরেটির রঙ গোলাপি৷ হালকা বেগুনি আভা তার বিশেষত্ব৷

 

খেলা
  • বর্ষশ্রেষ্ঠ কোচের পুরস্কার পাচ্ছেন ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা৷ লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন তাঁকে নির্বাচিত করল৷ এই নিয়ে পেপ দ্বিতীয়বার এই সম্মান পাচ্ছেন৷ তিনি হারিয়েদিলেন লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েনসাকে, লেস্টার সিটির ব্রেন্ডন রজার্স, ওয়েস্ট হ্যামের ডেভিড মোয়েসকে৷
  • জার্মান জাতীয় ফুটবল দলের কোচ নিযুক্ত হচ্ছেন বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ হ্যান্সি ফ্লিক৷ ইউরো কাপের পরই তিনি জোয়াকিম লো-র স্থলাভিষিক্ত হবেন৷