কারেন্ট অ্যাফেয়ার্স ২৬।৫.২০২১

603
0
current affairs
Courtesy: India TV

আন্তর্জাতিক
  • বিশ্বে করোনা সংক্রমণের মোট প্রাণহানি ৩৫ লক্ষ  অতিক্রম করে গেল (৩৫,০৬,৩০৪ জন)। বিশ্বে গত এক সপ্তাহে (১৭ থেকে ২৩ মে)  নতুন করে ৪১ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন যা তার আগের সপ্তাহের তুলনায়  ১৪ শতাংশ কম। এই সময়ে বিশ্বে করোনায় ৮৪ হাজার মানুষের প্রাণ গিয়েছে যা তার আগের সপ্তাহের তুলনায়  ২ শতাংশ কম। অধিকাংশ স্থানে সংক্রমণ কমলেও আর্জেন্টিনায়  ৪১ শতাংশ, ব্রাজিলে ২ শতাংশ হারে  করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে।
  • ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ ডোমিনিকা গ্রেফতার করল ভারত থেকে পলাতক শিল্পপতি মেহুল চোক্সিকে। তিনি জলপথে আন্টিগা থেকে কিউবা পালানোর পথে ধরা পড়লেন। ভারতের সঙ্গে আন্টিগার মধ্যে তাঁকে নিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া চলার সময়ই এই ঘটনা ঘটল।  তিনি কিউবায় পৌঁছে গেলে অবশ্য প্রত্যর্পণ কঠিন হয়ে যেত। কয়েক হাজার  কোটি টাকার পিএনবি মামলায় তিনি অভিযুক্ত।
জাতীয়
  • ওড়িশার ভদ্রক জেলার বাহানাগা উপকূলে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড়  ইয়াস। সমুদ্র থেকে তটভূমিতে প্রবেশের সময় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪৫  কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিমি। ওড়িশার  বালেশ্বর, ভদ্রক জেলায় ব্যাপক  ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড়ে।  ওড়িশার ১২৮টি  গ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি । পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা বিশেষত পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়-বৃষ্টির সঙ্গে ভরা কোটালের জলোচ্ছ্বাসে পশ্চিমবঙ্গে ৭২ কিমি নদী বাঁধ এবং ১৪০ কিমি রাস্তা, ১৫০০ কিমি বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়েছে।  ইয়াস ঘূর্ণিঝড় ওড়িশা থেকে ঝাড়খণ্ড অভিমুখে যাত্রা করে।
  • রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের  সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ভারত রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম জয় শংকর বৈঠক করলেন গুতেরেসের সঙ্গে।
  • তিনটি কৃষি আইনের প্রতিবাদে  দিল্লির সিংঘুতে কৃষকদের বিক্ষোভ অবস্থান ৬ মাস পূর্ণ করল। এই দিনটি তারা  ‘কালা দিবস’ হিসাবে পালন করলেন।
  • দেশে করোনার সক্রিয় রোগী ২৫ লক্ষের নিচে নামল (২৪,৯৫,৫৯১ জন)। এদিন সংক্রমিত হয়েছেন ২,০৮,৯২১ জন।  মে মাসের প্রথম তিন সপ্তাহে যাঁরা করোনায় সংক্রমিত হয়েছেন তাঁদের মধ্যে ২৬ শতাংশের  বয়স ১৮- ৩০ বছরের মধ্যে।
বিবিধ
  • অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে সমাজবিজ্ঞানে অবদানের জন্য স্পেনের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার দেওয়া হবে। কুড়িটি দেশের ১৪৪ জন চিন্তাবিদের মধ্যে থেকে তাঁকে বেছে নেওয়া হল।
  • অভিনেতা সঞ্জয় দত্তকে সাম্মানিক গোল্ডেন ভিসা দিল সংযুক্ত আরব আমিরশাহি।
খেলা
  • তাসখন্দে আয়োজিত ভারোত্তলনের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭৩ কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন ভারতের অচিন্ত্য শিউলি।  ৩১৩ কেজি (স্ন্যাচিং ১৪১+ ক্লিন অ্যান্ড জার্ক ১৭২) ওজন তোলেন তিনি যা তাঁর নিজের শ্রেষ্ঠ পারফরম্যান্স।
  • জাপান অলিম্পিক বাতিলের দাবি জানাল জাপানের দৈনিক সংবাদপত্র তথা প্রতিযোগিতার অন্যতম প্রধান সহযোগী আসাহি শিমবুন।