কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ মে ২০২১

schedule
2021-05-31 | 06:24h
update
2021-05-31 | 06:24h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: DNA India

আন্তর্জাতিক
  • ভারতে বহু হাজার কোটি টাকার পিএনবি আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোক্সিকে ডোমিনিকা থেকে সরাসরি ভারতে পাঠানোর জন্য তদ্বির করলেন অ্যান্টিগা ও বারমুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। মেহুল চোক্সি অ্যান্টিগার নাগরিকত্ব পেলেও তিনি সেখান থেকে পালানোর পথে ধরা পড়েছেন। তাঁকে আর অ্যান্টিগায় ফেরত নিতে চান না বলে জানালেন ব্রাউন।
  • ক্যালিফোর্নিয়ার সান হোসেন রেল ইয়ার্ডে সংস্থার এক কর্মীর নির্বিচার গুলিতে তাপতেজদীপ সিং ( ৩৮) নামে একজন ভারতীয় বংশোদ্ভূত সহ ৮ জনের মৃত্যু হল।
  • নেপালের সংসদ ভেঙে দেওয়ায় রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০টি মামলা দায়ের হল নেপাল সুপ্রিম কোর্টে। এই মামলার বিচারে সাংবিধানিক বেঞ্চ গঠন করা হল।
  • ব্রিটেনে গত সপ্তাহে প্রয়াত হয়েছেন উইলিয়াম শেক্সপিয়র (৮৪)― বিশ্বে কোভিড প্রতিষেধক পাওয়া প্রথম পুরুষ।
Advertisement

জাতীয়
  • দেশে গত ১৭ দিনে করোনা ভাইরাসের সক্রিয় রোগী হ্রাস পেয়েছে ১৩ লক্ষাধিক। পশ্চিমবঙ্গ সহ ২৪টি রাজ্যে সংক্রমণ নিম্নমুখী। পশ্চিমবঙ্গে লকডাউনের ধাঁচে যে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল তা আরও ১৫ দিন বাড়ানো হল।
  • নিয়ম পাল্টে এ বছর জুলাইয়ে শেষ দিকে উচ্চ মাধ্যমিক এবং অগস্টের মাঝামাঝি মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। দেড় ঘণ্টা সময়সীমায় নিজেদের প্রতিষ্ঠানেই পরীক্ষা দেবে বলে জানানো হল। মাধ্যমিকে সাতটি ও উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আনুমানিক ২০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।এই সিদ্ধান্তগুলি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  •  ভারতে অ্যান্টিবডি ককটেলের প্রয়োগে প্রথম যে করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন তাঁর নাম মহব্বত সিং। হরিয়ানার ওই ৮৪ বছরের বৃদ্ধের দেহে সুইজারল্যান্ডের সংস্থা রসের তৈরি ওষুধ  প্রয়োগ করা হয়েছিল‌।‌
বিবিধ
  • কোভিড সংক্রমণ কমলে চলতি অর্থবর্ষে দেশে ১০.৫ আর্থিক বৃদ্ধি ঘটবে বলে পূর্বাভাস দিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এদিকে গত ৯ মাসে বিদেশি মুদ্রা বিক্রি করে তারা ৫০,৬২৯ কোটি টাকা আয় করেছে বলে জানাল আরবিআই।
খেলা
  • পোল্যান্ডে অবিশ্বাস্য কাণ্ড ঘটল ইউরোপা লিগ ফাইনালে। টাইব্রেকারে ২১তম পেনাল্টির পর চ্যাম্পিয়ন হল ভিয়ারিয়াল। তারা ১১–১০ গোলে হারিয়ে দিল ম্যাঞ্চস্টার ইউনাইটেডকে। প্রিমিয়ার লিগের রানার্স হয়েছিল ম্যান ইউ। এই প্রথমবার ইউরোপা লিগ তথা বড় কোনো ট্রফি জিতল ভিয়ারিয়াল। প্রথমে তারা এগিয়ে থাকলেও নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ অমীমাংসিত  ছিল। ম্যান ইউ-এর অভিজ্ঞ গোলকিপার দাভিদ দা হিয়া ১০টি গোল হজম করার পর নিজে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। কোচ হিসাবে উনাই এমেরি ৪ বার ইউরোপা লিগ জিতে ভেঙে দিলেন জিওপানি  ত্রাপাত্তোলির রেকর্ড।
  • রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে ইস্তফা দিলেন জিনেদিন জিদান। এ মরসুমে দল কোনো ট্রফি না পাওয়ায় তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তাঁর প্রশিক্ষণে রিয়াল দু’বার করে জিতেছে। ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, লা লিগা এবং সুপার কোপা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ৩ বার।
  •  ফিফা বিশ্বরাঙ্কিংয়ে প্রথম ৫টি স্থানে থাকল বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল। ভারত রয়েছে ১০৫তম ক্রমে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2024 - 11:09:42
Privacy-Data & cookie usage: