Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ মে ২০২১

current affairs

Courtesy: DNA India


আন্তর্জাতিক
জাতীয়
বিবিধ
খেলা
  • পোল্যান্ডে অবিশ্বাস্য কাণ্ড ঘটল ইউরোপা লিগ ফাইনালে। টাইব্রেকারে ২১তম পেনাল্টির পর চ্যাম্পিয়ন হল ভিয়ারিয়াল। তারা ১১–১০ গোলে হারিয়ে দিল ম্যাঞ্চস্টার ইউনাইটেডকে। প্রিমিয়ার লিগের রানার্স হয়েছিল ম্যান ইউ। এই প্রথমবার ইউরোপা লিগ তথা বড় কোনো ট্রফি জিতল ভিয়ারিয়াল। প্রথমে তারা এগিয়ে থাকলেও নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ অমীমাংসিত  ছিল। ম্যান ইউ-এর অভিজ্ঞ গোলকিপার দাভিদ দা হিয়া ১০টি গোল হজম করার পর নিজে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। কোচ হিসাবে উনাই এমেরি ৪ বার ইউরোপা লিগ জিতে ভেঙে দিলেন জিওপানি  ত্রাপাত্তোলির রেকর্ড।
  • রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে ইস্তফা দিলেন জিনেদিন জিদান। এ মরসুমে দল কোনো ট্রফি না পাওয়ায় তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তাঁর প্রশিক্ষণে রিয়াল দু’বার করে জিতেছে। ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, লা লিগা এবং সুপার কোপা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ৩ বার।
  •  ফিফা বিশ্বরাঙ্কিংয়ে প্রথম ৫টি স্থানে থাকল বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল। ভারত রয়েছে ১০৫তম ক্রমে।
Exit mobile version