কারেন্ট অ্যাফেয়ার্সা ২৮ মে ২০২১

570
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • করোনা ভাইরাস প্রতিরোধে জনসন অ্যান্ড জনসন সংস্থার প্রতিষেধককে অনুমোদন করল ব্রিটেন। মার্কিন যুক্তরাষ্ট্র আগেই তাদের ছাড়পত্র দিয়েছিল। এদিকে আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন দাবি করল, চিনা সংস্থা সিনোফার্মের তৈরি কোভিড প্রতিষেধক রোগ সংক্রমণ ঠেকাতে কার্যকর। প্রসঙ্গত, বিশ্বে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৭২ লক্ষ।
  • রাষ্ট্র সংঘের মানবাধিকার পরিষদে ‘গাজায় মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত’ অভিযোগের তদন্তে বিশেষ কমিটি গড়ার প্রস্তাব অনুমোদিত হল। প্রস্তাবের পক্ষে পাকিস্তান চিন সহ ২৪টি দেশ ভোট দিয়েছে। জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়া প্রভৃতি ৮টি দেশ ভোট দিল বিপক্ষে। ভারত সহ ১৪টি দেশ ভোটদানে বিরত থাকে।
জাতীয়
  • দেশে করোনা ভাইরাসে এদিন সংক্রমিত হলেন ১,৮৬,৩৬৪ জন। দৈনিক সংক্রমণে গত ৪৪ দিনে তা সর্বনিম্ন। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ কমে হল ১২,১৯৩।
  • করোনা  রোগীদের সুস্থ হয় ওঠার জন্য ডিআরডিও-র ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন আরমান্ড অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস’ এবং হায়দরাবাদের ড. রেড্ডিজ‌ ল্যাবটরিজের যৌথ উদ্যোগে তৈরি ‘২ বি জি’ ওষুধের প্রতি সপ্তাহের দাম করা হল ৯৯০ টাকা।
  • ঘূর্ণি ঝড়ের ক্ষয়ক্ষতি সামলাতে এখনই কোনো অর্থ সহায়তা চাইলেন না ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলগুলি বিমানে চড়ে ঘুরে দেখেন।
বিবিধ
  • রাষ্ট্র সংঘের পরিযায়ী বন্য পশুদের সংরক্ষণ সংক্রান্ত কনভেনশনের শুভেচ্ছা দূতের পদ থেকে অপসারিত করা হল মুম্বইয়ের অভিনেতা রণদীপ হুদাকে। গত ফেব্রুয়ারি মাসে ওই দূত করা হয়েছিল তাঁকে। সম্প্রতি ২০১২ সালের একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে দেখা যায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর প্রতি অসম্মানজনক উক্তি করছেন তিনি। সে  কারণেই ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।
খেলা
  • একই সঙ্গে দুটি রেকর্ড হল এভারেস্ট শৃঙ্গ আরোহণে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫ বছর বয়সী অভিযাত্রী আর তার মতিউর গত ২৩ মে এভারেস্ট জয় করেছেন বলে এদিন  জানানো হল। আর তার বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসাবে এভারেস্টে উঠলেন। এতদিন বিল বার্ক নামে ৬৭ বছর বয়সী একজন মার্কিন অভিযাত্রীর ২০০৯ সালে এভারেস্ট বিজয় ছিল সব থেকে বেশি বয়সে এভারেস্ট জয়ের রেকর্ড। অন্যদিকে হংকংয়ের ৪৫ বছর বয়সী মহিলা অভিযাত্রী সাং ইন হুং ২৬ ঘণ্টারও কম সময়ে বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে শৃঙ্গে পৌঁছে সব থেকে কম সময়ে শৃঙ্গ জয়ের রেকর্ড করলেন। তিনি এদিন ওই কীর্তি স্থাপন করলেন। ২০১৭ সালে নেপালের মহিলা পর্বতারোহী ফুনজো ঝাংমু লামার ৩৯  ঘণ্টা ৬ মিনিটে  বেস ক্যাম্প থেকে রওনা হয়ে  শৃঙ্গ জয়ের রেকর্ড ভাঙলেন তিনি।