Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্সা ২৮ মে ২০২১

daily current affairs

আন্তর্জাতিক 
জাতীয়
বিবিধ
খেলা
  • একই সঙ্গে দুটি রেকর্ড হল এভারেস্ট শৃঙ্গ আরোহণে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫ বছর বয়সী অভিযাত্রী আর তার মতিউর গত ২৩ মে এভারেস্ট জয় করেছেন বলে এদিন  জানানো হল। আর তার বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসাবে এভারেস্টে উঠলেন। এতদিন বিল বার্ক নামে ৬৭ বছর বয়সী একজন মার্কিন অভিযাত্রীর ২০০৯ সালে এভারেস্ট বিজয় ছিল সব থেকে বেশি বয়সে এভারেস্ট জয়ের রেকর্ড। অন্যদিকে হংকংয়ের ৪৫ বছর বয়সী মহিলা অভিযাত্রী সাং ইন হুং ২৬ ঘণ্টারও কম সময়ে বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে শৃঙ্গে পৌঁছে সব থেকে কম সময়ে শৃঙ্গ জয়ের রেকর্ড করলেন। তিনি এদিন ওই কীর্তি স্থাপন করলেন। ২০১৭ সালে নেপালের মহিলা পর্বতারোহী ফুনজো ঝাংমু লামার ৩৯  ঘণ্টা ৬ মিনিটে  বেস ক্যাম্প থেকে রওনা হয়ে  শৃঙ্গ জয়ের রেকর্ড ভাঙলেন তিনি।
Exit mobile version