কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মে ২০২১

736
0
current affairs
Courtesy: The Indian Express

 

আন্তর্জাতিক
  • কানাডার পশ্চিমপ্রান্তের ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ‘দ্য কামপুলম ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল’ চত্বর খুঁড়ে উদ্ধার হয়েছিল ২১৫টি শিশুর কঙ্কাল। এবার তার ফরেনসিক রিপোর্ট আসতে জানা গেল, সব কটি শিশুই ছিল কানাডার জন জাতির। তাদের বয়স ৩ থেকে ১২ বছর। মৃত্যুর কারণ ছিল অপুষ্টি অথবা মারাত্মক আঘাত।  উপনিবেশিক কানাডায় ১৮৯০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত চালু ছিল ওই স্কুলটি। বস্তুত, এক সময় কানাডায় এই রকম ১৩০টি স্কুল চলত। জনজাতির শিশুদের সাহেবি আদব কায়দা শেখানোর কথা থাকলেও বাস্তবে সেখানে চলত কঠোর অনুশাসন ও নিপীড়ন।  এই রকম শেষ স্কুলটি ১৯৯৬ সালে বন্ধ‌ করা হয়েছে। জনজাতি গোষ্ঠীগুলির দাবি, আরও অনুসন্ধান চালালে আরও গণকবর মিলবে।
  • পরিবেশবিদদের আপত্তি উপেক্ষা করে আমাজন এলাকায় জনজাতিদের জন্য সংরক্ষিত এলাকায় রিও নেগ্রো নদীর ওপর দুটি সেতুর উদ্বোধন করলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। এই সেতুর বিরোধিতা করেছে জনজাতি সংগঠনগুলিও।
জাতীয়
  • দেশে এদিন করোনাভাইরাসে ১,৭৩,৭৯০ জন  সংক্রমিত হলেন। দৈনিক সংক্রমণের দিক থেকে গত ৪৮ দিনে তা সর্বনিম্ন। দিল্লিতে আনলক পর্ব শুরুর সিদ্ধান্ত জানানো হলেও কেবল গোয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানো হল। তবে পুণেতে লকডাউন শিথিল করা হয়েছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হল ২২,২৮,৭২৪।
  • ‘পি এম কেয়ার্স ফর চিলড্রেন’ তহবিল গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিডে যে সব শিশু মাতা-পিতা বা উপার্জনকারী অভিভাবককে হারিয়েছে ,তাদের শিক্ষা, ভরণপোষণর ব্যয়ভার বহন করা হবে ওই তহবিল থেকে।
  • সেনাবাহিনীর অফিসার পদে যোগ দিলেন নীতিকা কাউল। ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি পুলওয়ামায় নিহত মেজর শঙ্কর ধৌন্দিয়ালের স্ত্রী তিনি। নীতিকা নিজে চাকরি করতেন দিল্লির একটি বহুজাতিক সংস্থায়। মেজর শঙ্কর শহিদ হওয়ার পর তিনি শর্ট সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছিলেন।  চেন্নাইয়ের সেনাবাহিনীর অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর‌ এদিন তিনি নিযুক্ত হলেন ভারতীয় সেনাবাহিনীতে।
বিবিধ
  • টোল প্লাজায় গাড়ির লাইন ১০০ মিটার ছাড়িয়ে গেলে আর টোল ট্যাক্স দিতে হবে না বলে নতুন নির্দেশিকা জারি করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া।
  • দেশের মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইয়েই সর্বপ্রথম প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গেল। দেশে প্রথম এই দাম ১০০ টাকায় পৌঁছেছিল রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায়।
  • ঘরোয়া উড়ানে ন্যূনতম ভাড়া ১৬ শতাংশ বাড়ানোর কথা বলল কেন্দ্রীয় সরকার।
  • গত ২১ মে শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার বেড়ে হল রেকর্ড ৫৯,২৮৯.৫ কোটি ডলার।
খেলা
  • পর্তুগালের পোর্তোয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়লাভ করল চেলসি। ২০১২ সালের পর পুনরায় তারা ইউরোপ চ্যাম্পিয়ন হল। এদিন ফাইনালে পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণাধীন ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ গোলে পরাস্ত করল টমাস টুচেল-এর প্রশিক্ষণাধীন চেলসি। জয়সূচক গোলটি করলেন জার্মান খেলোয়াড় কাই।  প্রসঙ্গত, গত মরসুমে টুচেলের প্রশিক্ষণাধীন প্যারিস সা জাঁ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ।
২৮ মে-র কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে The