অবশেষে স্থায়ী শান্তি কি মিলবে গাজায়? সেই আশাতেই শান্তি বৈঠকে শুরু হল মিশরে। আলোচনায় হামাস জঙ্গিদের সঙ্গে মুখোমুখী আলোচনায় বসছেন ইজরায়েলের বিদেশ মন্ত্রী গাবি আশকেনাদি। মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছেন মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল। ১৩ বছর পর পুনরায় আলোচনা শুরু হল ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাস জঙ্গি গোষ্ঠীর মধ্যে।
বান্ধবীকে নিয়ে প্রমোদভবনে গিয়ে অ্যান্টিগা থেকে ডোমিনিকায় গিয়ে সেখানকার পুলিশের হাতে মেহুল চোক্সি ধরা পড়েছেন বলে জানালেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। অন্যদিকে চোক্সির আইনজীবীর দাবি, তাঁকে অপহরণ করে ডোমিনিকা নিয়ে যাওয়া হয়েছে। অ্য্যান্টিগা পুলিশ এই দাবি উড়িয়ে দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র জানাল তাদের নাগরিকদের ৪০.২ শতাংশের করোনা টিকা সম্পূর্ণ হয়েছে। মোট ৫০.১ শতাংশ নাগরিক প্রথম ডোজ পেয়েছেন। মোট ১৭ কোটি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।
জাতীয়
দেশে এদিন ১,৬৫,৫৫৩ জন করোনায় সংক্রমিত হলেন এবং ২,৭৬,৩০৯ জন সুস্থ হয়ে উঠলেন। দেশে টানা ১৭ দিন সংক্রমিতের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে উঠলেন। করোনায় এদিন ৩,৪৬০ জনের প্রাণহানি হয়েছে। গত তিন সপ্তাহে দৈনিক সংক্রমণে যা সর্বনিম্ন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’ অনুষ্ঠানে জানিয়েছেন, দেশে তরল অক্সিজেন উৎপাদন ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ কমেছে। এদিন তা ছিল ১৮,৬০০ জন। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ কমে হল ১১,২৮৪। এদিকে বিলাসবহুল পাঁচতারা হোটেলে করোনার টিকাকরণের প্যাকেজ বাতিল করল কেন্দ্রীয় সরকার। চিকিৎসায় গাফিলতি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দশটি বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করল তেলেঙ্গনা সরকার। এরই মধ্যে উত্তরপ্রদেশের একটি ঘটনা প্রকাশ্যে এল। সেখানে দেখা যাচ্ছে বলরামপুরে রাপ্তি নদীতে সেতুর ওপর থেকে মৃতদেহ ছুড়ে ফেলা হচ্ছে।
বিবিধ
কোনো পূর্বঘোষণা ছাড়াই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ওয়েস্ট মিনিস্টার ক্যাথিড্রালের ক্যাথলিক প্রথা মেনে ৫৬ বছরের বরিস এবং ৩৩ বছরের ক্যারি সাইমন্ডসের বিবাহ সম্পন্ন হল। এটি বরিসের তৃতীয় এবং ক্যারির প্রথম বিয়ে। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে বরিস পদে থাকতে থাকতেই বিবাহ বিচ্ছেদ ও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। অ্যালেগ্রা মোস্টিন ওয়েনের সঙ্গে বরিসের বিবাহ ছ’ বছর টিঁকেছিল। ভারতীয় বংশোদ্ভূত মেরিনা হুইলার সঙ্গে তাঁর ২৫ বছরের বিবাহিত জীবন ছিন্ন হয়েছে গত নভেম্বর মাসে। এর আগে ব্রিটেনের প্রধানমন্থ্রী থাকাকালীন ১৮২২ সালে লর্ড লিভারপুল বিয়ে করেছিলেন মেরি চেস্টারকে।
খেলা
দুবাইয়ে এশীয় বক্সিং প্রতিযোগিতায় সোনা জিতলেন ভারতের পূজা রানী। গতবারও তিনি এই প্রতিযোগিতা থেকে সোনা জিতেছেন। ৫১ কেজি বিভাগে রুপো জিতলেন মেরি কম। ২০০৩ সাল থেকে এখনো পর্যন্ত সাত বার এশীয় বক্সিং প্রতিযোগিতায় পদক পেয়েছেন ৩৮ বছরের বক্সার মেরি কম। এদিন রুপো জিতলেন ভারতের মহিলা বক্সার লালবুয়াতসাইহিও।
পোর্তোয় চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেতাব লড়াইয়ে যুক্ত রয়েছেন একজন ভারতীয়ও। তিনি কেরলের ছেলে বিনয় মেনন। তিনি চেলসির ওয়েলনেস কনসালট্যান্ট ও মাইন্ড স্ট্র্যাটেজিস্ট।