কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ মে ২০২১

828
0
current affairs
Courtesy: The Independent

আন্তর্জাতিক
  • ইউরোপের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ওপর গোপনে নজরদারি চালিয়েছে মার্কিন গুপ্তচর সংস্থা এনএসএ। এ জন্য তারা ডেনমার্কের ‘ডিফেন্স ইন্টেলিজেন্স সার্ভিসেস’-এর সহযোগিতা নিয়েছিল। ২০১২-২০১৪   সাল পর্যন্ত বারাক ওবামার আমলে ফ্রান্স, সুইডেন, ব্রিটেন, নরওয়ে, জার্মানির নেতা-নেত্রীদের ওপর এই নজর চালানো হয়েছিল বলে দাবি করল ডেনমার্কের জনসংবাদ মাধ্যম ডেনমার্ক রেডিও। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল ইইউ।
  • অতি কঠোর জন্মনিয়ন্ত্রণ বিধি শিথিল করল চিন। নয়ের দশকে তারা এই নীতি অনুসারে ‘এক সন্তান’ নিয়ম  চালু করে। ২০১৬ সালে তার কিছুটা শিথিল করে ‘দুই সন্তান’ নিয়ম চালু হয়। কিন্তু তার পরও তরুণ প্রজন্ম সংখ্যায় কম। এখন চিনে বয়স্ক মানুষের সংখ্যাই বেশি। গতবছর চিনে এক কোটি কুড়ি লক্ষ শিশুর জন্ম হয়েছিল। যা ১৯৫০ সালের পর সব থেকে কম।
জাতীয়
  • এদিন ১,৫১,৭৩৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। যা গত ৫০ দিনে সর্বনিম্ন। পশ্চিমবঙ্গে এদিন সংক্রমিত হয়েছেন ১০,১৩৭ জন। যা গত ৪১ দিন আগের পরিস্থিতির সমান। রাজ্যোর সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৮৭ হাজার। মে মাসে মহারাষ্ট্রে আহমদনগর জেলায় ৮ হাজারের বেশি শিশু করোনায় সংক্রমিত হয়েছে।
  • নয়া দিল্লিতে সেন্ট্রাল ভিস্তার কাজ বন্ধ রাখার আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। অনুবাদক অন্যা মালহোত্রা ও ইতিহাসবিদ সোহেল হাসমির করা জনস্বার্থ মামলার আবেদন খারিজ করার পাশাপাশি আবেদনকারীদের ১ লক্ষ টাকা অর্থদণ্ডের নির্দেশ দেওয়া হল।
  • অবসর গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ্যসচিব নিযুক্ত হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আলাপন বন্দ্যোপাধ্যায়কে তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিবিধ
  • ২০২০-২১ অর্থবর্ষে ভারতের জিডিপি সংকুচিত হল ৭.৩ শতাংশ। জিডিপি-র হিসাব কষা শুরুর চল্লিশ বছরে এই প্রথম তা এতটা সংকুচিত হল। শেষবার ১৯৭৯-৮০ সালে জিডিপি ৫.২ শতাংশ সংকুচিত হয়েছিল। তবে অতিমারী এবং লকডাউনের পরিপ্রেক্ষিতে‌ এই সংকোচনের আশঙ্কা ছিল। পর-পর চার ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল যথাক্রমে ( – ) ৪.৪, (-) ৭.৪, ০.৫ এবং ১.৬ শতাংশ। ২০১৯-২০  অর্থবর্ষে বৃদ্ধির হার ছিল ৪ শতাংশ। গত অর্থবর্ষে রাজকোষে ঘাটতি হয়েছে ৯.৩ শতাংশ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে এক বিমান দুর্ঘনায় প্রাণ হারালেন‌ ‘টারজান’ টেলিভিশন সিরিজের অভিনেতা জো লারা এবং তাঁর স্ত্রী।
খেলা
  • দুবাইয়ে এশীয় বক্সিং প্রতিযোগিতার ৯১ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের সঞ্জিত। ইতিমধ্যেই ভারত ২টি সোনা সহ ১৫টি পদক জিতেছে। আগেই সোনা জিতেছেন পূজা রানী। এই জয় তিনি ভারতীয় অলিম্পিক সংস্থার প্রয়াত কর্তা রাজকুমার সাচেতির স্মৃতিতে উৎসর্গ করলেন।
  • টিউনিশিয়ায় আয়োজিত ডব্লুটিটি যুব টেবিল টেবিল টেনিস প্রতিযোগিতায় রানার্স  হল ভারতের দিয়া চিতালে-স্বস্তিকা ঘোষ জুটি।
  • আসন্ন কোপা আমেরিকা প্রতিযোগিতা কলম্বিয়া ও আর্জেন্টিনার পরিবর্তে ব্রাজিলে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিল দক্ষিণ আমেরিকা ফুটবল কন ফেডারেশন । ১০টি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়