বাংলাদেশের কুখ্যাত চোরাশিকারি হাবিব তালুকদার পুলিশের হাতে ধরা পড়ল। গত কুড়ি বছরে অন্তত ৭০টি রয়াল বেঙ্গল টাইগার সে হত্যা করেছে বলে অভিযোগ। সুন্দরবনের বিস্তৃত অঞ্চলে চোরাশিকার সংগঠিত করত সে। শুধু বাঘ চোরাশিকার নয়, বাঘের মাংস, চামড়া ও হাড় চোরাচালানের সঙ্গেও সে যুক্ত ছিল বলে অভিযোগ।
গত ২০ বছরে আইসল্যান্ডের ৭৫০ বর্গ কিমি বরফ গলে গেছে। ফলে ২০১৯ সালে দেশটির আয়তন সাত শতাংশ কমে হয়েছে ১০.৪০০ বর্গ কিমি। ‘নেচার’ পত্রিকার একটি রিপোর্টে দাবি করা হল যে, এই হারে বরফ ক্ষয় পেতে শুরু করলে ২২০০ সালের মধ্যে আইসল্যান্ডেরব বরফ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
জাতীয়
করোনা পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে সিবিএসইর দ্বাদশের পরীক্ষা বাতিল করা হল। বাতিল হল দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষাও। চূড়ান্ত মূল্যায়ন স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে করা হবে।
কোভিড পরিস্থিতিতে ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত দেশে ১৭৪২ জন শিশু কোভিডের কারণে অনাথ হয়ে পড়েছে বলে এক হলফনামায় সুপ্রিমকোর্টকে জানাল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন।
দেশে করোনা ভাইরাসে সক্রিয় রোগী কমে হল ১৮,৯৫,৫২০ জন। এদিন ১,২৭,৫১০ জন সংক্রমিত হয়েছেন।
বিবিধ
পৃথিবীর তৃতীয় গভীরতম সমুদ্র খাত ফিলিপাইন ট্রেঞ্চের ১০০০ মিটার গভীরেও পৌঁছে গেছে দূষণ। ফিলিপাইনের সমুদ্রবিজ্ঞানী বি ফ্লোরেন্স ওন্ডা সেখানে অভিযান চালিয়ে প্লাস্টিকের টুকরো খুঁজে পেয়েছেন বলে জানালেন।
দেশে গত মাসের তুলনায় পেট্রোল ও ডিজেল বিক্রয় ১৭ শতাংশ কমেছে। ২০১৯ সালের মে মাসের তুলনায় তা ৩০ শতাংশ কমেছে। মে মাসে ১৭ দিন বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।
খেলা
রিয়াল মাদ্রিদের নতুন কোচ নিযুক্ত হলেন কার্লো আনসেলোত্তি । এতদিন তিনি ছিলেন এভারটনের কোচ। ইতালির এই প্রশিক্ষক তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
মুম্বই ক্রিকেট দলের নতুন কোচ হলেন অমল মজুমদার।
আইসিসি মহিলা টি২০ ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের শেফালি বর্মা।
আসন্ন অলিম্পিক থেকে চোটের কারণে নাম প্রত্যাহার করলেন মহিলাদের ব্যাটমিন্টনে ২০১৬ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন।