Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২১

daily current affairs

Courtesy: DNA India


আন্তর্জাতিক
জাতীয় 
বিবিধ
খেলা
  • রিয়াল মাদ্রিদের নতুন কোচ নিযুক্ত হলেন কার্লো আনসেলোত্তি । এতদিন তিনি ছিলেন এভারটনের কোচ। ইতালির এই প্রশিক্ষক তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
  • মুম্বই ক্রিকেট দলের নতুন কোচ হলেন অমল মজুমদার।
  • আইসিসি মহিলা টি২০ ব্যাটিংয়ে‌ শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের শেফালি বর্মা।
  • আসন্ন অলিম্পিক থেকে চোটের কারণে নাম প্রত্যাহার করলেন মহিলাদের ব্যাটমিন্টনে ২০১৬  সালের অলিম্পিক চ্যাম্পিয়ন‌ ক্যারোলিনা মারিন।
Exit mobile version