কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ এপ্রিল ২০২৪

211
0
Current Affairs 19th April

আন্তর্জাতিক
  • এদিন ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেই এর ৮৫ তম জন্মদিন। আর এই দিনেই ইরানে হামলা চালাল ইজরায়েল। তারা ইরানের ইস্পাহান শহরে ড্রোন হামলা চালিয়েছে। তবে তাতে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। ইরান অবশ্য এই ঘটনার বিরুদ্ধে সেভাবে সরব হয়নি। তারা এটিকে অনুপ্রবেশকারীদের ছোটখাটো হামলা বলে চিহ্নিত করেছে।
  • পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মরিয়ম শরিফ বৈশাখী উৎসবে কর্তারপুর করিডোর দিয়ে প্রবেশ করা শিখ পুণ্যার্থীদের স্বাগত জানালেন। মরিয়ম নিজেও কর্তারপুর দরবার সাহেব গুরুদ্বার প্রদর্শন করলেন। তিনি বলেছেন, ‘আমি একজন খাঁটি পাঞ্জাবিও বটে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর সীমান্তের ওপারের পাঞ্জাবি ভাইরাও আমাকে অভিনন্দন জানিয়েছেন।’
  • ছুটিতে জলপ্রপাত দেখতে গিয়ে সেই জলপ্রপাতে তলিয়ে মৃত্যু হল দুজন ভারতীয় পড়ুয়ার। এই ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে লিন অব তুমেল জলপ্রপাতে। নিহত ২ ভারতীয় ছাত্রের নাম জিতেন্দ্রনাথ কারুতুরি (২৬) ও চাণক্য বোলিসেটি (২২)।
জাতীয়
  • ক্ষেপণাস্ত্র রপ্তানি ব্যবসা শুরু করল ভারত। এ দিন ফিলিপিনস-এর হাতে ভারতের ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হল। ২০২২ সালেই তাদের এই ক্ষেপণাস্ত্র রপ্তানি করার জন্য ৩৭.৫ কোটি ডলারের চুক্তি করেছিল ভারত।
  • লোকসভা ভোটের প্রথম পর্ব মিটল শান্তিতেই। এদিন দেশের ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২ টি লোকসভা কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হল। গড়ে ৬৪ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। এদিন নাগপুরে ভোট দিলেন জ্যোতি আমগে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনি বিশ্বের সবথেকে খর্বকায় মহিলা (৬২.৮ সেন্টিমিটার উচ্চতা )।
  • সামনের ৩০ এপ্রিল দেশের নৌ সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরিকুমার অবসর নেবেন। এরপরে দেশের নৌবাহিনীর পরবর্তী নয়া প্রধান হবেন দীনেশ কুমার ত্রিপাঠী। তিনি ১৯৮৫ সালের ১ জুলাই ভারতের নৌ বাহিনীতে যোগ দিয়েছিলেন।
খেলা
  • আইএসএল প্রতিযোগিতার প্লে অফ-এ ওড়িশা এফসি ২-১ গোলে হারিয়ে দিল কেরল ব্লাস্টার্স দলকে। এরপর সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে ওড়িশা।
বিবিধ
  • ভারতীয় মসলা উৎপাদক সংস্থা এভারেস্ট এর ফিশ কারি মসলা সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হল। এই পণ্যে সহন মাত্রার অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয়েছে বলে এই ব্যবস্থা নিল সে দেশের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। প্রসঙ্গত, সিঙ্গাপুরের নিয়ম অনুসারে ইথাইলিন অক্সাইড কোন খাদ্যে সরাসরি ব্যবহার করা যায় না কিন্তু এই মসলায় তা রয়েছে বলে অভিযোগ। এভারেস্ট সংস্থার দাবি, তারা এফ এস এস এ আই এর মান পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে। অন্যদিকে ভারতে নেসলে সংস্থার সেরেল্যাক শিশু খাদ্য তৈরির উপাদান গুলি নিয়ে এফ এফ এস এ আই কে পরীক্ষা করে দেখতে বলল ক্রেতা সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা। প্রসঙ্গত উন্নত বিশ্বে সেরেল্যাক যেভাবে তৈরি হয় ভারত, আফ্রিকা, দক্ষিণ এশিয়ায় এই মান রক্ষা করা হয় না বলে অভিযোগ এক্ষেত্রে চিনির ভাগ অনেক বেশি রয়েছে বলে স্পষ্ট অভিযোগ করা হয়েছে।