কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ ডিসেম্বর ২০২৩

279
0
Current Affairs 19th December
Courtesy: CNN

আন্তর্জাতিক
  • চীনের উত্তর-পশ্চিমের গানসু ও কিংহাই প্রদেশে ভয়ংকর ভূমিকম্পে বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রাথমিক খবর অনুযায়ী ১২৭ জন প্রাণ হারিয়েছেন এবং ৭ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। রিখটার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ৬.২ । মার্কিন ভূতত্ত্ব সমীক্ষক সংস্থার তথ্য, এটি ইনট্রা প্লেট ভূকম্পন। গভীর রাতে পার্বত্য প্রদেশে এই কম্পন অনুভূত হয়েছে।
  • মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আব্দুল ফতে আল সিসি। তিনি ৮৯.৬ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি পদে বসছেন। এই নিয়ে তিনি তৃতীয়বার মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। সম্প্রতি গাজা ভূখণ্ডে যে যুদ্ধ শুরু হয়েছে সেখানে দৃঢ় অবস্থান নিয়েছেন আল সিসি। প্রথমত, তিনি একজন প্যালেস্টাইনি শরণার্থীকেও মিশরে ঢুকতে দেননি, অন্যদিকে রাফা সীমান্ত দিয়ে ত্রাণ পাঠিয়েছেন। মিশরে চরম অর্থ সংকটের জন্য তাঁর জনপ্রিয়তা হ্রাস পেলেও নির্বাচনের আগে এই পদক্ষেপই তাঁর বিপুল জয়ের কারণ বলে মনে করা হচ্ছে।
  • গাজায় যুদ্ধ বন্ধের জন্য ইজরায়েলের কাছে আবেদন জানিয়েছিল ইতালি, কানাডা, ফ্রান্স, জার্মানি, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া প্রভৃতি বহু দেশ। কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে।
জাতীয়
  • লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে তামিলনাড়ু। আবহাওয়া দপ্তরের তথ্য, একদিনে এক বছরের সমান বৃষ্টিপাত হয়েছে। তিরুনভেলি, থুটুকুড়ি, তেনকাশি ও কন্যাকুমারী জেলার পরিস্থিতি সবথেকে খারাপ। বস্তুত ঘূর্ণিঝড়- এর প্রভাবে ১৭ ডিসেম্বর বৃষ্টি শুরু হয়েছিল তামিলনাড়ুতে, তার জের এখনো চলছে।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, গত ৬০ বছরের মধ্যে এমন বৃষ্টি দেখা যায়নি তিরুনভেলি ও তুতিকোরিনে।
  • তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী কে পোনমুদি এবং তাঁর স্ত্রী পি বিশালাক্ষীর  বিরুদ্ধে ২০১১ সালে  আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি বিষয়ে মামলা করেছিল ডিরেক্টরেট অফ ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন। সেই মামলায় এদিন ওই দুজনকে দোষী সাব্যস্ত করলো মাদ্রাজ হাইকোর্ট।
  • ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয় সংসদে ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হলো। শীতকালীন অধিবেশনে দু’দিনে মোট ৪১ জন সাংসদ সাসপেন্ড হলেন। গত ১৩ ডিসেম্বর সংসদে ২ যুবকের গ্যাস নিয়ে হামলা চালানোর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখিয়েছেন এই সাংসদরা।
খেলা
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচে আট উইকেটে হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকা খেলছে এডেন মার্করামের নেতৃত্বে এবং ভারত খেলছে কে এল রাহুলের নেতৃত্বে। এদিন শতরান করলেন দক্ষিণ আফ্রিকার টনি ডে জর্জি। তিনি অপরাজিত ১১৯ রান করেছেন। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।   প্রথম এক দিনের ম্যাচে ভারত জয় পেয়েছিল।  ফলে সিরিজ আপাতত ১-১।
বিবিধ
  • দেশের আর্থিক বৃদ্ধিতে কৃষির আনুপাতিক অবদান ক্রমশই কমছে ১৯৯০-৯১ সালে দেশের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে কৃষির অবদান ছিল ৩৫ শতাংশ কিন্তু ক্রমশ তা কমতে শুরু করেছে গত আর্থিক বছরে দেশের মোট আর্থিক বৃদ্ধির পিছনে কৃষির অবদান ছিল মাত্র পনেরো শতাংশ সংসদে একটি লিখিত প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা তিনি আরো জানিয়েছেন গোটা বিশ্বে জিডিপির মাত্র চার শতাংশ বহন করে কৃষি
  • ২০২৩ সালে বিদেশ থেকে ভারতে ১২ হাজার ৫০০ কোটি ডলার মুদ্রা এসেছে গত বছরের থেকে এই হার 12 দশমিক চার শতাংশ বেশি। এক্ষেত্রে ভারত গোটা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে।