আন্তর্জাতিক
- নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ইবাদানে ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর প্রাণ গিয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
- তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান বলেছেন, গাজা ইস্যুতে বিশ্ব তার আওয়াজ তুলতে ব্যর্থ হয়েছে; বিশেষ করে যখন একজন ইজরায়েলি মন্ত্রী বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক বার্তায় গাজায় পারমাণবিক বোমা ফেলাকে বিকল্প হিসেবে উল্লেখ করেছেন।এদিন তুর্কি ফার্স্ট লেডি বলেন, ৭৫ বছর আগে স্বাক্ষরিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণার বার্ষিকী এমন সময় পালন করা হচ্ছে, যখন ‘গাজায় মানবাধিকার পদদলিত হচ্ছে’।‘গত দুই মাস ধরে কাফনে মোড়ানো গাজার নিষ্পাপ শিশুদের ছবি দেখে আমরা কেঁপে উঠছি। ইসরাইল নির্লজ্জভাবে বিশ্ব মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে। তারা শুধু নারী, শিশু এবং বৃদ্ধকেই হত্যা করে না, মানবতার সকল মূল্যবোধকেও হত্যা করে,’ বলেন এমিন এরদোগান।
- শান্তি ও বন্ধুত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন ৬৮৫ জন ভারতীয় বিশিষ্ট নাগরিক। এদের মধ্যে বিচারক, আমলা এবং বেশ কয়েকজন রাষ্ট্রদূতও রয়েছেন। চিঠিতে, গত পাঁচ দশকের বেশি সময় ধরে ঢাকা-দিল্লি সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুই দেশের বন্ধুত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন তারা। চিঠিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া এবং আহমদিয়াসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে।
- যুক্তরাষ্ট্রের বিশিষ্ট মানবাধিকার বিষয়ক ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী হারমিত ধিলোঁকে ট্রাম্পের মানবাধিকার সংক্রান্ত সহকারী অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ করা হয়েছে।এই আইনজীবী যুক্তরাষ্ট্রে বহু বিখ্যাত মামলা পরিচালনা করেছেন।আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দলে হারমিত ধিলোঁর যোগদান বিশেষভাবে ঐতিহাসিক। কারণ মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের উত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ধিলোঁর যোগদানের মাধ্যমে ট্রাম্পের টিমে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সংখ্যা এখন চারজনে দাঁড়িয়েছে,, যা ভারতীয় কমিউনিটির প্রতি ট্রাম্পের আস্থার প্রতীক
- জলের জন্য হাহাকার। যুদ্ধবিধ্বস্ত গাজায় পানীয় জলও ঢুকতে দিচ্ছে না ইজরায়েল। মানবাধিকার সংস্থাগুলির অভিযোগ, এ-ও একপ্রকার গণহত্যার চেষ্টা।
দেশ
- নিম্ন আদালতে সিবিআই ৯০ দিনেও চার্জশিট জমা দিতে পারেনি। ফলে জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডন। নতুন করে বিচারের আশায় নিম্ন আদালতে পুনরায় মামলা করেছেন তিনি।
- স্কুল সার্ভিস কমিশন মামলায় সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়ল রাজ্য। অবৈধ ভাবে চাকরির বিষয়ে দুর্নীতির বিচার করবে শীর্ষ আদালত। উত্তরপত্র এবং ওএমআর শিট বিতর্ক নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট রায়।
- বাংলায় ফের জেহাদি সংগঠনের সন্ধান মিলল। তিন রাজ্যে জুড়ে তল্লাসিতে গত ২৪ ঘণ্টায় চক্রের সঙ্গে যুক্ত আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আল কায়দার উপমহাদেশীয় শাখা আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি-র নতুন শাখা সক্রিয় হয়েছে অসম-বাংলা–কেরল জুড়ে।
খেলা
- ভারতের এই সময়ের অন্যতম ক্রিকেটার বিরাট কোহলি সস্ত্রীক অনুষ্কা শর্মা সহ পরিবার নিয়ে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করবার পরিকল্পনা নিয়েছেন। বিভিন্ন সংবাদ থেকে এমনই জানা যাচ্ছে।
- সদ্য প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে ভিডিয়ো প্রকাশ করেছে সচিন তেন্ডুলকর। সেখানে দেখা যাচ্ছে তিনি শিল্পীর পাশে বসে তবলা শিখছেন। তিনি লিখেছেন, ‘ওঁর তবলার ছন্দ চিরকাল আমাদের হৃদয়ে একই রকম ভাবে বাজবে। শান্তিতে বিশ্রাম নিন, ওস্তাদ জাকির হোসেন।‘
বিবিধ
- ডলারের সাপেক্ষে আবারও পড়ল টাকার দাম। আমেরিকার এই মুদ্রা প্রথম ৮৫ টাকা পেরোল। এক ডলার দাঁড়াল ৮৫.১৩ টাকায়।
- গত মাসে দেশে সোনার আমদানি পৌঁছেছে ১৪৮৬ কোটি ডলারে যা এখনও পর্যন্ত রেকর্ড। অন্য দিকে আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।