কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুলাই ২০২৩

399
0
Current Affairs 26th November
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে অপরাধী হিসেবে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এই সংগঠনের অন্যতম সদস্য দেশ দক্ষিণ আফ্রিকা। আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার রাষ্ট্রপতির সে দেশ সফরে যাওয়ার কথা। কিন্তু দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা আগে আশ্বাস দিয়েছিলেন যে, পুতিনকে গ্রেপ্তার করা নিয়ে আইসিসি-এর নির্দেশ অমান্য করবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সে দেশে বিরোধীদল ও মানবাধিকার সংগঠনগুলির প্রবল চাপের কাছে নতি স্বীকার করে রামাফসা জানিয়েছেন, সে দেশে পা রাখলেই গ্রেপ্তার করা হবে পুতিনকে। এরপর অবশ্য ব্রিকস সম্মেলন বয়কটের কথা বলেনি রাশিয়া, বরং পুতিনের পরিবর্তে রাশিয়ার বিদেশ মন্ত্রী সেরগেই লাভরভ সম্মেলনে যাবেন বলে ক্রেমলিন জানিয়েছে।
  • স্নাতকোত্তর স্তরের ছাত্র প্যাট্রিক জ্যাকিকে তিন বছরের কারাদণ্ড দিল মিশরের একটি আদালত। ‘ইজিপশিয়ান ইনিসিয়েটিভ ফর পার্সোনাল রাইটস’ নামক একটি মানবাধিকার সংস্থার কাজ করতেন তিনি। তিনি ইতালির এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি প্রবন্ধ লিখেছিলেন তিনি। সেটা ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। এর পরই গ্রেপ্তার করা হয় প্যাট্রিককে। ভুয়ো খবর ছড়ানো, দেশে অশান্তির পরিবেশ তৈরিতে উস্কানি এবং জাতীয় নিরাপত্তায় ব্যাঘাত ইত্যাদি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।
জাতীয়
  • উত্তরাখণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৬ জন শ্রমিকের।অলকানন্দা নদীর তীরে চামোলি জেলায় পিপালকোটি গ্রামে নমামি গঙ্গে প্রকল্পের কাজ চলার সময় ট্রান্সফরমার ফেটে এই দুর্ঘটনা ঘটে।
  • যমুনা নদীর জল স্তর স্পর্শ করল তাজমহলের পাঁচিল। তাজমহল সংলগ্ন উদ্যান মেহতাব বাগ চলে গেল জলের নিচে। ১৯৭৮ সালে শেষ বার এমনটা হয়েছিল। প্রসঙ্গত, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা শুরু হয়েছে।
খেলা
  • ম্যানচেস্টারে শুরু হল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট। এদিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৯৯ রান উঠেছে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে আউট করে এদিন নিজের টেস্ট কেরিয়ারে ৬০০ তম উইকেট শিকার করলেন ইংল্যান্ডের ৩৭ বছর বয়সী পেশার স্টুয়ার্ট ব্রড। বর্তমানে তিনি টেস্টে সবথেকে বেশি উইকেট শিকারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। এক্ষেত্রে তাঁর স্থান ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয়। তাঁর দেশে তাঁরই সতীর্থ জেমস আন্ডারসন (৬৮৮) তাঁর আগে আছেন। এক্ষেত্রে সবার আগে রয়েছেন মুথাইয়া মুরলীধরন (৮০০)।
  • মিরপুরে একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১০৮ রানে হারিয়ে দিল ভারতের মেয়েরা। এর ফলে সিরিজে সমতা ফিরলো (১-১)।
  • কলকাতা প্রিমিয়ার লিগে কাস্টমসের বিরুদ্ধে বিশ্বমানের গোল করেছেন এরিয়ানের ফুটবলার সৈকত সরকার। ফিফার ফ্রাঙ্ক পুসকাস পুরস্কারের জন্য এই গোলের হয়ে মনোনয়ন বেশ করলো ভারতের ফুটবল সংস্থা আইএফএ।
বিবিধ
  • ভারত থেকে ৫৭ টি দেশে যেতে এখন আর আগাম ভিসার প্রয়োজন হয় না। হেনরি পাসপোর্ট সূচকে ভারত গত বছরের তুলনায় ৫ ধাপ এগিয়ে পেল ৮০ তম স্থান।
  • পেন্টাগনকে পিছনে ফেলল সুরাত ডায়মন্ড বোর্স। বিশ্বের সবথেকে বড় অফিস হতে চলেছে হীরে ব্যবসার এই কেন্দ্র। এখানে একসঙ্গে ৬৫ হাজার কর্মী কাজ করবেন।
  • হাওড়া রেল স্টেশনকে ‘গ্রিন স্টেশন’ এর মর্যাদা দিল ভারতীয় রেল। অপ্রচলিত শক্তির ব্যবহার করে এই মর্যাদা পেল হাওড়া।