কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুলাই ২০২৪

152
0
Current Affairs 19th July

আন্তর্জাতিক
  • প্রতিবেশী বাংলাদেশে সংরক্ষণ বা কোটার প্রতিবাদে আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে হল ৭৫। গোটা দেশে কার্ফু ও সেনা টহল চলছে। ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪টি শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। কড়া হাতে আন্দোলন মোকাবিলা করার সিদ্ধান্ত নেন।
  • ভারতীয় সময় ভোর ৩টে থেকে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের প্রযুক্তিগত আকস্মিক বিপর্যয়ের (ব্লু স্ক্রিন অব ডেথ) কারণে গোটা বিশ্বে কয়েকঘণ্টার জন্যে বিপর্যস্ত হয়ে পড়েছিল বিভিন্ন দেশে উড়ান, ব্যাঙ্ক, শেয়ার বাজার, স্বস্থ্য পরিষেবা সহ শিল্পের বিভিন্ন ক্ষেত্রের কাজকর্ম অচল হয়ে পড়েছিল। দেশে ২০০ টি উড়ান বাতিল করতে হয় রাত নটা পর্যন্ত।
জাতীয়
  • পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধ ওঠা যৌন হয়রানির মামলা গৃহীত হল সুপ্রিম কোর্টে। সংবিধানের ৩৬১ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল ফৌডজারি, সাংবিধানিক ও দেওয়ানি মামলায় রক্ষাকবচ পেয়ে থাকেন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সাংবিধানিক দৃষ্টান্তনীয়।
খেলা
  • আসন্ন প্যারিস অলিম্পিক্স দেশ হিসেবে প্যারিসে শান্ত পায়রা ওড়ালেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এবং আইওএ প্রধান টোমাস বাখ।
  • শুক্রবার ডাম্বুলায় মহিলাদের এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারয়ে দিল ভারত।এখন পর্যন্ত সাত বার এশিয়া কাপ সেরা হয়েছে ভারত।
  • এ বছর দেশের বর্ষর্সেরা ফুটবলারের সম্মান পেলেন মিজোরামের লালিয়ানজুয়ালা ছাংতে। মিজোরামের ২৭ বছেরর এই খেলোয়াড় গত মরসুমেও এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। সুনীল ছেত্রী ছাড়া আর কোনো ফুটবলার পর পর দুবার এই সম্মান পাননি। এআইএফএফ দ্বারা এই পুরস্কার বিতরণ সন্ধ্যায় মেয়েদের সেরা কোচ হিসেবে সম্মানিত হলেন বাংলার শুক্লা দত্ত।ভারতের মেয়েদের ১৯ টিম নিয়ে তিনি বাংলাদেশে গিয়ে সাফ কাপে চ্যাম্পিয়ন হেয়িছেলন।
বিবিধ
  • স্বেচ্ছা মৃত্যু বা ইউথেনসেনিয়া সুইজারল্যান্ডে ১৯৪২ সাল থেকে আইনী স্বীকৃত। বছরে সেখানে মোটামুটি ১২০০ জন মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। তারই প্রেক্ষিতে সস্তায় সুইসাইড মেসিন ব্যবহার করতে এই দেশটি। যার নাম সারকো: দ্য সুইসাইড পড।
  • ব্যবসায়িক সংস্থাকে ব্যাঙ্ক লাইসেন্স না দেওয়ার পক্ষে বললেন রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। এক আন্তর্জতিক আেলাচনা চক্রে এ কথা বলেন তিনি।
  •  প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। কম্পের মাত্রা ছিল ৭.৩ রিখটার স্কেল। তবে কোনো প্রাণহানি হয়নি।
  •  মাইক্রো শফটের বিপর্যয়ে সারা বিশ্বে লগ্নিকারীরা হারালেন ৭.৯৪ লক্ষ কোটি টাকা।
  • আসামের কাজিরাঙায় বন্যায় এক শিংয়ের গন্ডারসহ ২০০ বন্য প্রাণীর মৃত্যু