কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুন ২০২৩

368
0
Current Affairs 19th June

আন্তর্জাতিক
  • পাঁচ বছর পর প্রথম কোন মার্কিন বিদেশ সচিব হিসেবে চিন সফরে এসেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। বেজিংয়ে এদিন তিনি দফায় দফায় বৈঠক করলেন চিনের বিদেশ মন্ত্রী চিন কাং, চীনের বিদেশ সচিব ওয়াং ই, এবং চিনের রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে। গত কয়েক বছর ধরে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ কমে এসেছে তাকে পুনরায় স্বাভাবিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য এই সফর বলে মন্তব্য করেছেন ব্লিঙ্কেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানের থেকে পুরোপুরি ঘুরে গিয়ে চিনের মাটিতে দাঁড়িয়ে বললেন যে, তাইওয়ান এর স্বাধীনতার দাবি মার্কিন যুক্তরাষ্ট্র অনুমোদন করে না। এর আগে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ঘোষণা করেছিলেন যে চিন যদি তাইওয়ান দখল করতে যায় তাহলে ওই দ্বীপ রাষ্ট্রকে রক্ষা করতে পদক্ষেপ নেবে মার্কিন সেনাবাহিনী।
  • কানাডার সারে এলাকায় দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হল পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা হরদীপ সিং নিজ্জরের। হরদীপ সিং ছিলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদি গোষ্ঠী খালিস্থান টাইগার ফোর্স এর প্রধান। ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা তার মাথার দাম ঘোষণা করেছিল ১০ লক্ষ টাকা।
  • পাকিস্তান থেকে ইউরোপে অবৈধভাবে মানব পাচারের ঘটনায় নয় জনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি গ্রিসের কাছে সমুদ্রে একটি নৌকাডুবি হয়ে তিনশোর বেশি মানুষ প্রাণ হারান। জানা গেছে, তাঁদের প্রায় সকলেই ছিলেন পাকিস্তানের নাগরিক। রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী বিভাগ জানিয়েছে, নৌকার ধারণ ক্ষমতার বহুগুণ বেশি মানুষকে সেখানে তোলা হয়েছিল।
জাতীয়
  • ভারতের গুপ্তচর সংস্থা ‘র’- ( রিসার্চ অ্যান্ড আয়নালিটিক্যাল উইং) এর প্রধান পদে বসলেন রবি সিনহা। তিনি ১৯৯৮ ব্যাচের ছত্রিশগড়  ক্যাডারের আইপিএস অফিসার। তিনি সামন্ত গয়ালের স্থলাভিষিক্ত হলেন।
  • ওনার কিলিং এর নামে একটি হাড় হিম করা অপরাধের খবর প্রকাশ্যে এলো। মধ্যপ্রদেশে মোড়েনা জেলার বারবাই গ্রামের যুবক রাধেশ্যাম তোমার ও পাশের গ্রামের মেয়ে শিবানী পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিবাহ করেছিল। তাদের দুজনকে মেরে কুমিরে ঠাসা চম্বল নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মেয়েটির বাড়ির লোকজনের বিরুদ্ধে।
খেলা
  • উয়েফা নেশন’স লিগ চ্যাম্পিয়ন হল স্পেন। রটারডামে ক্রোয়েশিয়ার সঙ্গে তাদের ফাইনাল ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। এরপর টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে ৫-৪ ব্যবধানে হারিয়ে তারা এই প্রথমবার চ্যাম্পিয়ন হলো । ২০২১ সালে তারা ফ্রান্সের কাছে এই প্রতিযোগিতার ফাইনালে হেরে যায় ।
  • বার্মিংহামে অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হলো ২৭৩ রানে। জেতার জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ২৮১ রান। চতুর্থ দিনের শেষে তিন উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি ২ ইনিংস মিলিয়ে তিন জনকে স্টাম্পিং পদ্ধতিতে আউট করেছেন। অ্যাসেজ সিরিজে ৫৫ বছর পর এক টেস্টে তিনজনকে স্টাম্পিং করার ঘটনা ঘটলো। ১৯৬৮ সালে শেষ বার ইংল্যান্ডের অ্যালার্ম নট তিন জনকে স্টাম্পিং করেছিলেন।
  • জাকার্তায় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা। তবে লিওনেল মেসি এই ম্যাচে খেলেননি।
বিবিধ
  • গোটা বিশ্বে অসামরিক বিমান পরিবহনের ইতিহাসে একসঙ্গে সব থেকে বেশি বিমান কেনার রেকর্ড করল ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো। এদিন প্যারিসে এয়ার শো এর প্রথম দিনে তারা ৫০০টি এ ৩২০ বিমান কেনার জন্য এয়ার বাস সংস্থার সঙ্গে চুক্তি করল। তাদের পূর্ববর্তী চুক্তির কথা ধরলে সবমিলিয়ে তারা এয়ারবাসের থেকে কিনতে চলেছে ১৩০০-এর বেশি বিমান। এগুলি হাতে আসতে আসতে ১০ থেকে ১২ বছর সময় লাগবে।
  • অ্যাডভেঞ্চার ট্যুরিজমে বিপদ ঘনালো অতলান্তিক মহাসমুদ্রের তলদেশে। সেখানে একটি ডুবোজাহাজে চড়ে টাইটানিক টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন পাঁচ জন পর্যটক। সেই ডুবোজাহাজটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে জানা গেছে।