কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুন ২০২৪

193
0
Current Affairs 19th June

আন্তর্জাতিক
  • উত্তর কোরিয়া সফরে গেলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে গেলেন তিনি। সেখানে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে বৈঠক তাঁর। এদিন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।
  • প্রবল বৃষ্টির কারণে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া অঞ্চলে পাহাড়ে ভয়ংকর ধস নামার ঘটনা ঘটেছে। এর ফলে বহু জনবসতি ধসে চাপা পড়েছে। পার্বত্য চট্টগ্রাম লাগোয়া উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের কমপক্ষে চারটি শরণার্থী শিবিরে এই ঘটনায় অন্তত সাত জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন বাংলাদেশের ২ বাসিন্দাও। প্রসঙ্গত, বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমারে বিভিন্ন হিংসাত্মক ঘটনার জেরে কয়েক লক্ষ রোহিঙ্গা প্রায় এক দশক ধরে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে বাস করছেন। অধিকাংশ ক্ষেত্রেই দুর্গম প্রাকৃতিক এলাকায় তাদের জন্য শরণার্থী শিবির খোলা হয়েছে। তাঁদেরই একটা অংশের ঠিকানা কক্সবাজার-সহ চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জেলা।
 জাতীয়
  • বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ টি দেশের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঐতিহ্যশালী, প্রাচীন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষকে ২০১৬ সালে হেরিটেজ তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘ।
  • বাতিল করে দেওয়া হল ২০২৪ সালের জুন সেশনের ইউজিসি-নেট। একটি বিজ্ঞপ্তি দিয়েই এই পরীক্ষা বাতিল ঘোষণা করেছে পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এনটিএ’য়ের তরফে বলা হয়েছে, প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে যে ইউজিসি-নেট পরীক্ষায় স্বচ্ছতার সঙ্গে আপস করা হয়েছে। শুধু তাই নয় এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত মাত্র একদিন আগেই, গত মঙ্গলবার ১৮ জুন ২০২৪ দেশের বিভিন্ন শহরে জুন সেশনের ‘নেট’ পরীক্ষা দেয় ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পরীক্ষার জন্য ১১,২১,২২৫ জন প্রার্থী নাম নথিভুক্ত করেছিলেন , পরীক্ষা দেন ৯,০৮,৫৮০ জন।
খেলা
  • ইউরো কাপের পরপর দুই ম্যাচে জয় পেল জার্মানি। এদিন তারা স্টুটগার্টে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে দিল। অন্য ম্যাচ ড্র হল স্কটল্যান্ড ও সুইজারল্যান্ড এর মধ্যে। আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ম্যাচও ২-২ গোলে অমীমাংসিত থাকলো।
  • আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট পর্বে পরাজিত হলেও চমৎকার খেললো মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন তারা দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করে ১৯৪ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে লড়াই করে মাত্র ১৮ রানে পরাজিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
  • মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৪, রানে জয় পেল ভারত। প্রথমে ব্যাট করে ভারত ৩ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছিল ভারতের হয়ে এদিন শতরান করলেন স্মৃতি মন্ধনা এবং হরমনপ্রীত। স্মৃতি একদিনের ক্রিকেটে সপ্তম শতরান করে স্পর্শ করলেন মিতালি রাজের রেকর্ড। পরপর দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করল ভারত।
বিবিধ
  • পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আই পি এস অফিসার বিবেক সহায়।
  • অমানবিক ব্যবহারের অভিযোগ উঠল ব্রিটেনে বসবাসরত শিল্পপতি হিন্দুজা পরিবারের বিরুদ্ধে । এই নিয়ে সুইজারল্যান্ডের দাভোলে একটি মামলা হয়েছে হিন্দুজা পরিবারের চার সদস্যের বিরুদ্ধে। সেখানে অভিযোগ করা হয়েছে, এই ধনী পরিবার বছরে পোষ্য কুকুরের জন্য খরচ করে দশ হাজার ডলার, সেখানে বাড়িতে প্রতি কর্মচারীর জন্য খরচ করা হয় মাসে মাত্র সাত পাউন্ড।