কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মার্চ ২০২৪

schedule
2024-03-20 | 05:37h
update
2024-03-20 | 05:37h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Millennium Post

আন্তর্জাতিক
  • নেপালে কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের প্রাক্তন স্পিকার তথা নেপাল কমিউনিস্ট পার্টির সহ-সভাপতি কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেপ্তার করল নেপালের পুলিশ। কপিলাবস্তু থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বছরখানেক আগে ৬১ কিলোগ্রাম চোরাই সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। এই ঘটনা নিয়ে তদন্ত চালিয়েই মাহারাকে গ্রেপ্তার করা হল।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর মেয়ে আসিফা ভুট্টো জারদারি এবার রাজনীতিতে নামছেন। তাঁর ভাই বিলাবল ভুট্টো আগেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন। তাঁদের বাবা আসিফ আলি জারদারি বর্তমানে পাকিস্তানের রাষ্ট্রপতি। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে বাবার ছেড়ে যাওয়া আসনেই মনোনয়নপত্র জমা দিলেন আসিফা।
  • অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে কঠোরতর করার লক্ষ্যে নতুন নিরাপত্তা আইন পাস হল হংকংয়ের আইনসভায়। হংকংয়ের প্রশাসক জন লি জাতীয় নিরাপত্তা আইন পাস হওয়ার পর বলেছেন, হংকংয়ের মানুষ গত ২৬ বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলেন। তবে সমালোচকদের বক্তব্য, গণতন্ত্রের কণ্ঠরোধ করতেই এই আইন আনা হয়েছে। তবে সে কথা অস্বীকারও করেননি জন লি। তিনি বলেছেন, স্বাধীন হংকংয়ের চিন্তা যাতে কারো মাথায়ও না আসে তাই এই আইন। প্রসঙ্গত ২০১৯ সালে হংকংয়ে চিন বিরোধী আন্দোলন যখন তীব্র হয়ে উঠেছিল তখনই এই আইনের কথা ভাবা হয়েছিল। এক্ষেত্রে সরকার বিরোধীতার জন্য যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে।
Advertisement

জাতীয়
  • পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল হিসাবে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম জানাল ভারতের নির্বাচন কমিশন। মাত্র একদিন আগেই ডিজিপি পদে রাজিব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে বসানো হয়েছিল। তবে তাঁর চাকরির মেয়াদ নির্বাচন চলাকালীন সময় শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু সমগ্র নির্বাচন পর্ব একজন ডিজি ’র হাতেই রাখতে চাওয়া হয়েছে। এই কারণেই ২৪ ঘন্টার মধ্যে নতুন নাম জানানো হল বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। প্রসঙ্গত সঞ্জয় মুখোপাধ্যায়ের বাবা অরুণ প্রসাদ মুখোপাধ্যায়ও রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন।
  • সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছিল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন লোকপাল।
  • বিভ্রান্তিকর বিজ্ঞাপন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভুল তথ্য দেওয়া এবং আদালত অবমাননার অভিযোগে পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার প্রতিষ্ঠাতা বাবা রামদেব ও ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালাকৃষ্ণকে ডেকে পাঠাল সুপ্রিম কোর্ট। গত নভেম্বর মাসে কয়েকটি বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করার জন্য পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে নির্দেশ দেওয়া হলেও তা বন্ধ করা হয়নি বলে আদালত সূত্রে জানানো হয়েছে।
খেলা
  • আগামী আগস্ট মাসে আফগানিস্তানের বিরুদ্ধে যে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার সেখান থেকে নাম প্রত্যাহার করে নিল ক্রিকেটে অস্ট্রেলিয়া। আফগানিস্তানে তালিবান শাসনে মহিলাদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে তারা ওই দেশের জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে খেলবে না বলে জানিয়েছে। এই নিয়ে তিনবার আফগানিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিল তারা।
  • নিজেদের নাম সামান্য পরিবর্তন করল আইপিএল খেলা দল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । তারা হয়ে গেল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিবিধ
  • ২০২৩ সাল ছিল এযাবৎকালের মধ্যে উষ্ণতম বছর। বস্তুত ২০১৪ থেকে ২০২৩ সালের দশক ছিল এযাবৎকালের মধ্যে সবথেকে উষ্ণ দশক। রাষ্ট্রসঙ্ঘের আবহাওয়া সংক্রান্ত বার্ষিক রিপোর্টে এই তথ্য পেশ করা হয়েছে। একে গোটা দুনিয়ার জন্য রেড অ্যালার্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই রিপোর্টে আরো বলা হয়েছে যে, হিমবাহ গলে যাওয়ার ঘটনা ২০২৩ সালে যা হয়েছে তা ১৯৫০ সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে সব থেকে বেশি।
  • দূষণ নিয়ে বার্ষিক রিপোর্ট প্রকাশ করল সুইজারল্যান্ড এর সংস্থা আইকিউ এয়ার। এই তালিকা অনুযায়ী বিশ্বের একমাত্র অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড গ্রেনাডা, আইসল্যান্ড মরিশাস ও নিউজিল্যান্ড- এই দেশগুলিতেই হু নির্দেশিত মাত্রার মধ্যে রয়েছে বায়ু দূষণের পরিস্থিতি। এই তালিকায় বিশ্বে সবথেকে দূষিত শহর হল বিহারের বেগুসরাই। এই তালিকায় বিশ্বের প্রথম ১১ টি দূষিত শহরের মধ্যে লাহোর বাদে বাকি দশটি ভারতে অবস্থিত। শুধু তাই নয়, বিশ্বের সবথেকে দূষিত রাজধানী ভারতের নয়া দিল্লি। এই নিয়ে চতুর্থবার নয়া দিল্লি বিশ্বের দূষিত রাজধানীর স্বীকৃতি পেল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2024 - 09:23:15
Privacy-Data & cookie usage: