কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ অক্টোবর ২০২৩

217
0
Current Affairs 19th October

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডের পরিস্থিতি একই রকম উদ্বেগজনক। এদিন ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজার পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্কেও হামলা চালিয়েছে। অন্যদিকে লেবানন থেকে উত্তর ইজরায়েলের পশ্চিম গ্যালিলি এলাকায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস। তারা ত্রিশটি ক্ষেপণত্র ছোড়ে বলে জানা গেছে। এরপর পালটা বোমাবর্ষণ করেছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীও। এরই মধ্যে ইজরায়েল সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ঝটতি সফরের পর তিনি সৌদি আরবের দিকে রওনা দেন।
জাতীয়
  • সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে গাজায় চারজন ভারতবাসী এখনো আটকে আছেন। কিন্তু তাদের উদ্ধার করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
  • স্বাস্থ্যপরিষেবায় নতুন দিগন্ত এনে ইলেকট্রনিক স্টেথোস্কোপ আবিষ্কার করলেন চিকিৎসক বিজ্ঞানী অর্ণব ঘোষ। ভারতীয় নৌবাহিনীর সার্জন কমান্ডার তিনি। বর্তমানে মুম্বই আইআইটি -তে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ন্যানো বায়ো ল্যাবে গবেষণা করছেন। এদিন নিজের আবিষ্কৃত স্টেথোস্কোপ প্রকাশ করলেন তিনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ঝাড়গ্রামের ছেলে অর্ণব এর আগে রিমোট পেসেন্ট মনিটরিং সিস্টেম, নবরক্ষক পিপিই প্রভৃতি আবিষ্কার করেছেন।
  • বালেশ্বরের কাছে বাহানাগা বাজার রেলস্টেশনে করমন্ডল এক্সপ্রেস-এর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ টি ট্রেনের কোচ এদিন বিক্রি করে দিল রেল কর্তৃপক্ষ। বিক্রি বাবদ তাদের আয় হয়েছে ৩ কোটি ৮৬ লক্ষ টাকা। তদন্ত প্রক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার পর এই কোচগুলির আর কোন প্রয়োজন ছিল না বলে জানা গেছে।
খেলা
  • আইসিসি একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারত সাত উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে। এই নিয়ে চার ম্যাচে চারটি জয় পেল ভারত। অন্যদিকে বাংলাদেশ চারটি ম্যাচ খেলে একটি মাত্র ম্যাচে জিতেছে। ভারতের হয়ে ৯৭ বলে ১০৩ রান করলেন বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৪৮তম শতরান। ২৭৩ ইনিংসে ৪৮টি সেঞ্চুরি করেছেন কোহলি, শচীন তেন্ডুলকরের রেকর্ড থেকে তিনি আর এককদম দূরে। শচীন ৪৫২ ইনিংসে সর্বোচ্চ ৪৯টি শতরান করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি বিরাটের ৭৮ তম শতরান। একদিনের ক্রিকেট, টেস্ট এবং টি-টোয়েন্টি মিলে তাঁর মোট রান হলো ২৬০২৬। অন্যদিকে ২০১৫ সালের পর পুনরায় বিশ্বকাপে শতরান করলেন কোহলি। প্রথম ভারতীয় হিসেবে এই প্রথম আইসিসি প্রতিযোগিতায় রাম তারা করে মোট দেড় হাজার রান করার নজিরও গড়ে ফেললেন তিনি।
বিবিধ
  • অপারেশন চক্র ২ অভিযান শুরু করল সিবিআই। উত্তর প্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব, তামিলনাড়ু, বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরল, হরিয়ানা প্রভৃতি রাজ্যের ৭৬ টি অঞ্চলে একযোগে তদন্ত ও তল্লাশি অভিযান চলছে এই অভিযানে। আর্থিক বিষয়ে সংক্রান্ত সংগঠিত অপরাধের তদন্তে এই অভিযান শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
  • কাশ্মীরের সাংবাদিক সফিনা নবির পুরস্কার বাতিলের ঘটনায় তুমুল বিতর্ক শুরু হওয়ায় বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল পুনের এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি। তারা বলেছে ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটেছে। বছর শেষে প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান ভারতীয় ছাত্র সংসদ-এ সফিনাকে আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়েছে।