কারেন্ট অ্যাফেয়ার্স ১ এপ্রিল ২০২৪

schedule
2024-04-02 | 06:40h
update
2024-04-02 | 07:20h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডের আল শিফা হাসপাতাল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত ১৮ মার্চ এই হাসপাতালের দখল নেয় ইজরায়েলের সৈন্যদল আই ডি এফ। তারা দু’সপ্তাহ ধরে সেখানে অভিযান চালায়। তাদের দাবি, হামাসের জঙ্গিদের সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। হামাসের গোপন অস্ত্র ভান্ডারের খোঁজ সেখানে মিলেছে বলে তারা দাবি করেছে। তারা এদিন হাসপাতাল ছেড়ে যাওয়ার পর দেখা গেছে যে, বিস্ফোরণের ধাক্কায় সেটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
জাতীয়
  • কয়েক মিনিটের টর্নেডো কার্যত লণ্ডভণ্ড করে দিয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে অবস্থিত পুটিমারি, বার্নিশ, রাজারহাট গ্রামগুলিকে। এই অঞ্চলে আর একটিও কাঁচা বাড়ি অবশিষ্ট নেই। সব মিলিয়ে কয়েক হাজার বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। ৩১ মার্চের এই ঝড়ে প্রাণহানি হয়েছে চার জনের।
  • আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির রাইস অ্যাভিনিউ আদালত। তাঁকে পাঠানো হয়েছে তিহার কারাগারে। এই প্রথম দেশের কোন কার্যকরী মুখ্যমন্ত্রী বিচার বিভাগীয় হেফাজতে গেলেন। তিনি তিনটি বই সঙ্গে রাখার জন্য অনুমতি চেয়েছেন আদালতের কাছে। বই তিনটি হল রামায়ণ, শ্রীমদ্ভগবত গীতা এবং হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড। এই মামলায় আগেই আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন, মনীষ সিসৌদিয়া, সঞ্জয় সিংহকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  • সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থার অংশীদারী বিক্রি করে কেন্দ্রীয় সরকার উপার্জন করেছে ১৬৫০৭.২৯ কোটি টাকা। এর মধ্যে কেবল কোল ইন্ডিয়ার অংশীদারী বিক্রি করে এসেছে ৪১৮৬ কোটি টাকা।
Advertisement

 খেলা
  • ২০২৪ সালে আসন্ন প্যারিস অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন মীরাবাঈ চানু। ভারোত্তোলনে তিনি ভারতের অন্যতম তারকা প্রতিযোগিনী। তিনি এর আগে টোকিও অলিম্পিক থেকে রুপোর পদক জিতেছিলেন। ২০২৩ সালে গুয়াং ঝাউ এশিয়ান গেমস চলার সময় তিনি চোট পেয়েছিলেন। প্যারিসে অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
বিবিধ
  • সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ১.৭৮ লক্ষ কোটি টাকা। এই আদায় ২০২৩ সালের মার্চ মাসের তুলনায় ১১.৫ শতাংশ বেশি। দেশে জিএসটি চালুর পর কোন এক মাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। একইসঙ্গে জানানো হয়েছে যে, সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মোট জিএসটি আদায় হয়েছে ২০.১৮ লক্ষ কোটি টাকা।
  • এদিন ছিল সিবিআই সূচনা দিবস। নয়াদিল্লিতে বিংশতিতম সিবিআই সূচনা দিবসে ডি পি কোহলি স্মারক বক্তৃতা দিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। অন্যদিকে এ বছরই পালিত হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংকের ৯০ তম বছর। এদিন এই উপলক্ষে একটি অনুষ্ঠানে স্মারক বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 22:31:08
Privacy-Data & cookie usage: