কারেন্ট অ্যাফেয়ার্স ১ আগস্ট ২০২৩

329
0
RBI Junior Engineer Recruitment

আন্তর্জাতিক
  • মায়ানমারে ৭০০০ এর বেশি রাজনৈতিক বন্দিকে ক্ষমা ঘোষণা করলো সেখানকার জুনটা প্রশাসন। এর মধ্যে সেখানকার বিরোধী নেত্রী আং সাং সু কি -এর বিরুদ্ধে চলা পাঁচটি মামলা প্রত্যাহার করা হয়েছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয় মায়ানমারে। তারপর থেকেই জেলবন্দী রয়েছেন সু কি। তার বিরুদ্ধে এখনও ১৭টি মামলা রয়েছে। পাঁচটি প্রত্যাহৃত হলেও আপাতত গৃহবন্দি থাকতে হবে সু কি-কে। এখনও তাঁর কারাদন্ডের মেয়াদ ২৭ বছর। সু কি -এর এখন বয়স ৭৮ বছর।
  • ভয়েজার দুই-এর থেকে কিছু সংকেত উদ্ধার করতে পারল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত ২১ জুলাই মহাকাশযানটির অ্যান্টেনা সরাতে গিয়ে ঘটে বিপত্তি। নাসার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে সেটি পৃথিবী থেকে ১৯৯০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও যানটি ঠিক আছে বলে জানিয়েছে নাসা।
  • কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়ে সেখানকার আদালতে আবেদন জানিয়েছিলেন বাংলাদেশের মহম্মদ জিবসেদ জীবনে হক। তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)- এর নেতা। এ বিষয়ে তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ফেডারেল আদালত। তারা বিএনপিকে জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করেছে।
জাতীয়
  • পুনেতে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লোকমান্য তিলক সম্মান দেওয়া হলো। লোকমান্য তিলক স্মারক মন্দির ট্রাস্ট এই অনুষ্ঠান করেছে।
  • মহারাষ্ট্রে রেল ব্রিজ তৈরির সময় একটি ক্রেন ভেঙে কুড়িজন শ্রমিকের মৃত্যু হল। মহারাষ্ট্রে নাগপুরের সঙ্গে মুম্বইয়ের লিঙ্ক রোড, ৭০১ কিলোমিটার দীর্ঘ সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে তৈরির কাজ চলছে। থানে জেলার সাহাপুর অঞ্চলে ওই এক্সপ্রেসওয়ের ওপর ওই রেল ব্রিজ নির্মাণের সময় ৭০০ টন ওজনের গার্ডার মেশিন এবং কংক্রিটের স্ল্যাব ভেঙে পড়ে। ৩৫ মিটার ওপর থেকে তা এসে পড়ে শ্রমিকদের ঘাড়ে। মৃতদের মধ্যে চারজন জলপাইগুড়ির বাসিন্দা।
  • আজারবাইজান থেকে একজন দুষ্কৃতীকে ভারতে ফেরানো সম্ভব হল। ২০২২ সালের মে মাসে পাঞ্জাবে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন বিখ্যাত পাঞ্জাবি সংগীত শিল্পী সিধু মুসেওয়ালা। এই ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টার শচীন বিষ্ণই আজারবাইজানে গা ঢাকা দিয়েছিল। কুখ্যাত অপরাধী গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাইপো শচীন।
খেলা
  • নতুন একটি রেকর্ড করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হেড দিয়ে মোট ১৪৫টি গোল করলেন তিনি। ভেঙ্গে দিলেন গার্ড মুলারের মাথা ছুঁইয়ে ১৪৪ টি গোলের রেকর্ড। আরব চ্যাম্পিয়ন্স লিগে আল নাসের ক্লাবের হয়ে মুনাস্তিরের বিরুদ্ধে এই গোল করলেন রোনাল্ডো।
  • মহিলাদের বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালে উঠলো ইংল্যান্ড, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।
বিবিধ
  • জুলাই মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে এক লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। ২০২২ সালের জুলাই মাসের তুলনায় তা বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ। জিএসটি চালু হওয়ার পর এই নিয়ে পঞ্চম বার এক মাসে রাজস্ব সংগ্রহ এক লক্ষ ৬০ হাজার কোটি টাকার বেশি হল।
  • গত ১৯ মে তারিখে বাজার থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল ভারতের রিজার্ভ ব্যাংক। সেই সময়ে বাজারে যত ২০০০ টাকার নোট ছিল তার ৮৮ শতাংশ ব্যাংকে ফিরে এসেছে বলে জানানো হলো। এখনো দুমাস এই টাকা ব্যাংকে জমা করা যাবে। বর্তমানে বাজারে আর ৪২ হাজার কোটি টাকার ওই নোট রয়েছে।
  • ২০২২-২৩ অর্থবর্ষে এখনো পর্যন্ত ৬.৭৭ কোটি ব্যক্তি আয়কর রিটার্ন জমা করেছেন। এখনো পর্যন্ত এই সংখ্যা সর্বোচ্চ বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।