আন্তর্জাতিক
- বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করল কট্টরবাদী মৌলবাদী সংগঠন জামাতে ইসলামীকে। একইসঙ্গে এই সংগঠনের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ৫০ বছর পর পুনরায় এই দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হলো বাংলাদেশে। তাদেরকে এখন থেকে জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করা হবে বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করল। বাংলাদেশের ছাত্র আন্দোলনকে দেশজুড়ে অপ্রীতিকর পরিস্থিতিতে ঠেলে দেওয়ার জন্য এই ব্যবস্থা।
- ইরানের মাটিতে ইসমাইল হানিয়ে নিহত হওয়ার পর তাঁর খুনের প্রতিশোধ নিতে ইজরায়েলের ওপর আকাশপথে হামলা চালানোর নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। এদিকে এদিনই ইজরায়েলে হামাস জঙ্গি গোষ্ঠীর হামলার ৩০০ দিন পূর্ণ হল। হামাসের হাতে বন্দি হওয়া ইজরায়েলের নাগরিকদের মধ্যে ১১১ জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
জাতীয়
- কেরলের ওয়েনারে আচমকা ধস ও বৃষ্টিতে মৃতের সংখ্যা ২৯৬ এ পৌঁছল। এখনো অন্তত ২৪০ জন মানুষ নিখোঁজ। ওয়েনার জেলায় মুণ্ডাকাই, চূড়ালমালা, আত্তামালায় এই ভয়ানক কান্ড ঘটেছে।
- উত্তর ভারতে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে অন্তত ১৬ জনের মৃত্যু হল। হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে এই ঘটনাঘটেছে। পার্বতী নদীর ওপর তৈরি মালানা বাঁধ ভেঙে পড়ায় বেশ কিছু হোটেল, বাড়ি, সেতু কার্যত ভেসে গিয়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের কুলু, সিমলা এবং মান্ডি জেলা।
খেলা
- প্যারিস অলিম্পিকে ভারতের ঘরে এল তৃতীয় পদক। এদিন ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের স্বপ্নীল কুসালে। পদকের আশা তৈরি করেও শেষ পর্যন্ত হতাশ হলেন ভারতের দুই কন্যা পি ভি সিন্ধু এবং নিখাত জারিন। প্যারিস অলিম্পিকে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসে অল অ্যারাউন্ড বিভাগে সোনা জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিমন বাইলস। প্যারিস অলিম্পিকে সিমনের এটি দ্বিতীয় সোনা, সব মিলিয়ে অলিম্পিকে ষষ্ঠ সোনা এবং নবম পদক। ইতিমধ্যে ১১ টি সোনা জিতে পদক তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে চিন। ৯ টি সোনা জিতে পদক তালিকার দ্বিতীয় স্থান দখল করল মার্কিন যুক্তরাষ্ট্র। ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপান জিতেছে আটটি করে সোনা। এদিন অলিম্পিকের আসরে রুপোর পদক জিতে গোটা বিশ্বকে চমকে দিলেন তুরস্কের শুটার ইউসুফ ডিকেচ। তিনি কোন অতিরিক্ত সরঞ্জাম ছাড়াই যেভাবে একের পর এক পিস্তল ছুড়েছেন তা দুর্লভ। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে এই খেল দেখালেন তিনি।
বিবিধ
- ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানা থেকে গত ১৩ ফেব্রুয়ারি শিলিগুড়ির সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল একটি সিংহ ও সিংহিকে। তাদের নাম দেওয়া হয়েছিল আকবর এবং সীতা। এরপর বিভিন্ন কারণে এই সিংহ ও সিংহির নাম পরিবর্তন করা হয়। নতুন নাম রাখা হয়েছে সুরজ এবং তনয়া।