কারেন্ট অ্যাফেয়ার্স ১ ডিসেম্বর ২০২৩

221
0
Current Affairs 1st December

আন্তর্জাতিক
  • গাজায় সাত দিনের সংঘর্ষ বিরতি সমাপ্তের পর পুনরায় যুদ্ধ শুরু হলো। এই সাত দিনে ইজরায়েল ২১০ জন প্যালেস্টাইনি নাগরিককে মুক্তি দিয়েছে। তারা হয় মহিলা নতুবা কিশোর কিশোরী। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে ১০৫ জনকে। তাদের মধ্যে ৪১ জন ইজরায়েলের নাগরিক এবং বাকিরা বিদেশি। সাত দিনের পরও যুদ্ধ বিরতি বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের অধিকাংশ দেশ এবং রাষ্ট্রসংঘ আবেদন জানিয়েছিল। কিন্তু ইজরায়েল দাবি করে, যুদ্ধবিরতির মধ্যেই জেরুজালেমে হামাসের বন্দুকবাজের হামলায় ইজরায়েলের তিনজনের মৃত্যু হয়েছে। এদিন ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পাল্টা আক্রমণে ১০০ জনের বেশি প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে মন্তাসের আল-সাওয়াব নামে একজন সাংবাদিকের। এই নিয়ে গাজায় সাম্প্রতিক সংঘর্ষে ৭২ জন সাংবাদিকের মৃত্যু হল।
  • রাজ বাড়িতে নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন ব্রিটিশ রাজকুমার হ্যারি। সেই বইটি বিপুল হারে বিক্রি হয়েছে। সেখানে রাজ বাড়িতে বর্ণবিদ্বেষের অভিযোগ থাকলেও স্পষ্ট করে কারোর নাম ছিল না। কিন্তু সেই ‘এন্ড গেম’ বইটির ডাচ অনুবাদে বর্ণবিদ্বেষ-এর অভিযোগকারী হিসেবে রাজা তৃতীয় চার্লস এবং ক্যাথরিন এর নাম রয়েছে। যথারীতি বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। প্রকাশকরা বিষয়টিকে অনিচ্ছাকৃত ত্রুটি বলে জানিয়েছেন।
জাতীয়
  • বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উপকূল থেকে ৭৯০ কিলোমিটার দূরে রয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘মিচাং’। এটি তামিলনাড়ুর চেন্নাই ও মছলিপত্তমের মধ্যে দিয়ে স্থল ভাগে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
খেলা
  • রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ২০ রানে জিতল ভারত। ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত। ম্যান অব দ্যা ম্যাচ হলেন অক্ষর প্যাটেল।
  • আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক ছিল ডমিনিকা। তারা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছিল। তারা শেষ মুহূর্তে আয়োজনের দায়িত্ব থেকে সরে গেল।
বিবিধ
  • পরিবেশ বিষয়ক সম্মেলন ‘কপ ২৮’ শুরু হলো দুবাইয়ে। ভারতের পক্ষ থেকে এই সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ বিষয়ক ফ্রেম ওয়ার্ক কনভেনশনের সুপারিশগুলি কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখতে বসে কনফেয়ারেন্স – এর আসর।
  • ১০০ বছর পূর্ণ হল ইন্টারপোলের। এই আন্তর্জাতিক পুলিশ সংগঠনের শতবর্ষ উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনায়  সম্মেলন আয়োজিত হচ্ছে। অপরাধীদের নিরাপদ আশ্রয় দেওয়ার বিরুদ্ধে এই সম্মেলনে সড়ক হয়েছে ভারত।
  • নভেম্বর মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ১.৬৮ লক্ষ কোটি টাকা। এক বছর আগের নভেম্বরের থেকে এই আদায় ১৫ শতাংশ বেশি।