কারেন্ট অ্যাফেয়ার্স ১ ফেব্রুয়ারি ২০২৪

schedule
2024-02-02 | 06:14h
update
2024-02-02 | 06:14h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মায়ানমারের সামরিক সরকার তিন বছর পূর্ণ করল।২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটেছিল মায়ানমারে। আউং সান সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে রাতারাতি ক্ষমতা দখল করেছিল মায়ানমার সেনা। বিগত দু’বছর এই দিনটি উৎসাহের সঙ্গে পালন করা হলেও, এ বার তা হল না। প্রসঙ্গত , নির্বাচিত সরকারকে কোণঠাসা করলেও বিদ্রোহীরা জোট বাঁধায় ক্রমশ সেনা সরকারের মুষ্টি আলগা হচ্ছে। বিদ্রোহী জোট ‘ব্রাদারহুড অ্যালায়্যান্স’ দাবি করেছে, এই মুহূর্তে মায়ানমারের ষাট শতাংশ এলাকাই তাদের নিয়ন্ত্রণে।
জাতীয়
  • অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এই নিয়ে সংসদে পরপর ছ’বার কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ করলেন তিনি। তিনি এদিন স্পর্শ করলেন পরপর ছয় বছর সংসদে বাজেট পেশ করার ক্ষেত্রে মোরারজি দেশাই-এর রেকর্ড। অর্থমন্ত্রী বলেছেন, চলতি অক্টোবর সে বাজেট ঘাটতি হবে জিডিপির ৫.৮শতাংশ। নতুন অর্থবর্ষে তা ৫.১ শতাংশ হবে বলে তিনি অনুমান প্রকাশ করেছেন। রেলবাজেট প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ৪০ হাজার সাধারণ ট্রেনের কামরাকে হাই স্পিড বন্দে ভারত কামরায় রূপান্তরিত করা হবে।
  • ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ নতুন সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানালেন চম্পই সোরেনকে । ঝাড়খন্ড মুক্তি মোর্চার পরিষদীয় নেতা চম্পই সোরেন। শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। আগামী ১০ দিনের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। প্রসঙ্গত মাত্র একদিন আগে জেএমএম আর জেডি এবং কংগ্রেসের জোট সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন হেমন্ত সোরেন।
Advertisement

খেলা
  • ২০০০ সালে লিওনেল মেসির বয়স ছিল ১৩ বছর। তখন বার্সেলোনার সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল। তাৎক্ষণিকভাবে চুক্তিপত্র লেখা হয়েছিল একটি ন্যাপকিন পেপারের ওপর। এবার সেই কাগজটি নিলামে উঠছে। প্রাথমিকভাবে আর দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় তিন কোটি ষোল লক্ষ টাকা।
বিবিধ
  • ফেসবুক ও ইনস্টাগ্রামে এমন অনেক কিছুই শেয়ার করা হয়েছে যা শিশু বা কিশোর মনস্কদের জন্য উপযুক্ত নয়। এর ফলে অনেক অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। ঘটেছে আত্মহত্যার ঘটনা বা যৌন নিগ্রহের ঘটনা। যদিও এসবের জন্য কোনদিনই কোনোও সমাজমাধ্যম কর্তৃপক্ষ কোন মন্তব্য করেননি। কিন্তু সেসবের জন্য এবার ক্ষমা চেয়ে নিলেন ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। মার্কিন সেনেটের সামনে হাজির হয়ে এ বিষয়ে ক্ষমা চেয়েছেন তিনি। প্রসঙ্গত, মার্কিন সেনেটে ‘বিগ টেক এন্ড দ্য অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন ক্রাইসিস’ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 03:27:17
Privacy-Data & cookie usage: