কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুলাই ২০২৪

236
0
Current Affairs 1st July

আন্তর্জাতিক
  • ফ্রান্সে রাষ্ট্রপতি নির্বাচন এগিয়ে এনেছিলেন বর্তমান রাষ্ট্রপতি ইমানওয়েল মাকর। কিন্তু প্রথম দফার ভোটে তাঁর দল চলে গেল তৃতীয় স্থানে। ৩০ জুন তারিখের ভোটে মোট ভোট পড়েছিল ৬৮ শতাংশ ভোট। গণনার পর দেখা যাচ্ছে ৩৩ শতাংশ ভোট  পেয়েছে ন্যাশানাল র‍্যালি নেতৃত্বাধীন অতি দক্ষিণ পন্থী জোট। বামপন্থী দলগুলোর মঞ্চ পেয়েছে ২৮ শতাংশ ভোট। অন্যদিকে ইমানওয়েল মাকর নেতৃত্বাধীন মধ্য পন্থী জোট  ২০ শতাংশ ভোট। ৭ জুলাই দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে। ফরাসি সংসদের নিম্নকক্ষের ৫৭৭ আসনের জন্য সংখ্যা গরিষ্ঠতার সংখ্যা ২৮৯।
জাতীয়
  • ভারতীয় পেনাল কোডের বদলে এদিন থেকে চালু হল ফৌজদারি মামলায় নতুন বিধি, ভারতীয় ন্যায় সংহিতা (বি এন এস)। এই আইনে দেশে প্রথম মামলা রুজু হল মধ্যপ্রদেশে। রাত বারোটা দশ মিনিটে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে একটি মোটর বাইক চুরির ঘটনায় প্রথম ভারতীয় ন্যায় সংহিতা আইনে কোন অভিযোগ নথিবদ্ধ হলো। নয়া দিল্লিতে প্রথম মামলাটি নথিবদ্ধ হয়েছে দিল্লির কমলা মার্কেট থানায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন ১ জুলাই এর আগে পর্যন্ত যেসব মামলা নথিভুক্ত হয়েছে তার বিচার পুরনো আইনেই হবে। ফলে দেশে সম্পূর্ণভাবে নতুন আইন প্রচলিত হতে বেশ কয়েক বছর লেগে যেতে পারে।
  • ২০০১ সালে করা একটি মন্তব্যের জন্য নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকারকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল দিল্লির সাকেত আদালত। মেধা পাটেকর তখন কাউন্সিল ফর সিভিল লিবার্টিস সংস্থার প্রধান ভি কে সাক্সেনা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন এই অভিযোগে মামলা করা হয়েছিল। দীর্ঘদিন এই মামলা চলেছে। ভি কে সাক্সেনা বর্তমানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। এদিন সেই মামলারই রায় দিলেন দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা।
খেলা
  • চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের ক্রিকেটে সিরিজের একমাত্র টেস্টে জয়ী হল ভারত। এই ম্যাচে ভারত প্রথম ইনিংসে রেকর্ড ৬০৩ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ২৬৬ রান। এরপর ফলো অনে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৭৩ রানে। ভারত এদিন কোন উইকেট না হারিয়েই তাদের দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ৩৭ রান তুলে নেয়। এর আগে একদিনের সিরিজে এই দক্ষিণ আফ্রিকা দলকেই ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল।
  • ইউরো কাপে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ফ্রান্স। এই জয় এলো বেলজিয়ামের আত্মঘাতী গোলে।
বিবিধ
  • সংবাদের প্রকাশ, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি  পদে  প্রায় ১২০০০ কর্মী   নিয়োগ করা হবে।
  • আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়কে স্মরণীয় করে রাখতে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল একটি বিশেষ কভার প্রকাশ করল।
  • কলেরার যে নতুন ভ্যাকসিন চালু হয়েছে পশ্চিমবঙ্গে তার প্রথম পরিষেবা মিলবে বিষ্ণুপুরে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর দুই নম্বর ব্লক থেকে শুরু করা হবে এই পরিষেবা।