কারেন্ট অ্যাফেয়ার্স ১ মার্চ ২০২৪

263
0
Current Affairs 1st March

আন্তর্জাতিক
  • সাধারণ নির্বাচন সম্পন্ন হল ইরানে।৫৯ হাজার ভোটকেন্দ্রে ভোটদাতার সংখ্যা ৬ কোটি ১২ লক্ষ। ইরানের সংসদে ২৯০ জন সাংসদ এবং ৮৮ জন বিশেষজ্ঞ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের জন্য এই ভোট নেওয়াহয়েছে।সংসদে মোট প্রার্থী ছিলেন ১৫২০০ জন। তাদের মধ্যে ১৭১৩ জন মহিলা।১৯৭৯ সালের পর এই প্রথম ইরানের কোন ভোটে এত মহিলা প্রার্থী হয়েছেন।
  • রাশিয়ায় সেখানকার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সই নাভালোনির সরকারি কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল আগেই। এদিন তাঁরমরদেহমস্কোর একটি সমাধিক্ষেত্রেধর্মীয় আচার বিধি মেনে সমাহিত করা হলো। এদিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার মানুষএই শেষকৃত্যানুষ্ঠানে শামিল হন।
  • পাকিস্তানের পাক ন্যাশনাল অ্যাসেম্বলির নতুন স্পিকার পদে নির্বাচিত হলেন সরদার আয়াজ সাদিক। তিনি পাকিস্তান মুসলিমলিগ (নওয়াজ) দলের সাংসদ। ১৯৯টি ভোট পেয়ে তিনি স্পিকার পদে নির্বাচিত হলেন। ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থনে আমির ডোগার নামে একজন প্রার্থী দাঁড়িয়ে ৯১ টি ভোট পেয়েছেন।
জাতীয়
  • বেঙ্গালুরুর একটি কাফেতে বিস্ফোরণে জখম হলেন ১০ জন। বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডে রামেশ্বরম কাফেতে এই ঘটনা ঘটেছে।দূর নিয়ন্ত্রিত আইইডি-এর কম মাত্রার বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খেলা
  • টেস্টে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিল আয়ারল্যান্ড। এই প্রথমবার কোন টেস্টে জয়ী হলো আয়ারল্যান্ড।আবুধাবিতে আফগানিস্তান দুটি ইনিংসে করে যথাক্রমে ১৫৫ এবং ২১৮ রান। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৬৩র পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
  • আইএসএল প্রতিযোগিতায় মোহনবাগান ৩-০ গোলে হারিয়ে দিল জামশেদপুর এফসি কে। একইসঙ্গে ১৬ ম্যাচে ৩৩পয়েন্টনিয়ে লিগটেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো মোহনবাগান।
বিবিধ
  • ফেব্রুয়ারি মাসে দেশে মোট জিএসটি সংগ্রহ হয়েছে ১.৬৮ লক্ষ কোটি টাকা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় এই বৃদ্ধি ১২.৫ শতাংশ।
  • ২০০০ টাকার নোট বাতিল করার পর ভারতের রিজার্ভ ব্যাংকের হাতে বাতিল নোটের ৯৭.৬২ শতাংশই ফিরে এসেছে। বাকি রয়েছে ৮৪৭০ কোটি টাকা মূল্যের নোট। অবশ্য এখনো নোট সংগ্রহের কাজ চলছে। এই তথ্য জানিয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক।
  • মায়ানমারে অতি ক্ষুদ্র প্রজাতির এক রকম মাছের সন্ধান পাওয়া গেছে। তাদের নাম দেওয়া হয়েছে ড্যানিওনেলা সেরিব্রাম। দৈর্ঘ্য মাত্র ১২ মিলিমিটার। তবে বিপদে পড়লে এই মাছ গুলি চালানোর মতো শব্দ করতে পারে। সেই শব্দের মাত্রা ১৪০ ডেসিবেল ছাড়িয়ে যায়।